ট্রেডিং নিয়ে ভাবছেন এমন যে কারো মনে প্রথম যেই প্রশ্নটির আবির্ভাব হয় সেটি হলো ট্রেডিং করে আসলেই আয় করা সম্ভব কি না।
লাখ লাখ মানুষ প্রতিনিয়ত ট্রেডিং এ ঝুকলেও ঝড়ে পরে একটি বিশাল অংশ। মার্কেট পটেনশিয়াল অনুযায়ী সাফল্যের হারও আপাতঃদৃষ্টিতে বেশ কম। তাই ট্রেডিং সম্পর্কে নতুনদের মনে সন্দেহ এবং দ্বিধা জাগ্রত হওয়া স্বাভাবিক।
২০২৫ সালে তথ্য প্রযুক্তি এবং গ্লোবাল অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের অস্থিরতাও প্রবেশ করেছে সাধারণ ট্রেডারদের মাঝে।
- ট্রেডিং কি আসলেই ভ্যালিড?
- পুরানো কৌশলগুলো কি এখনো লাভজনক?
- ট্রেডিং পেশা কি পূর্ণাঙ্গ?
আপনিও যদি এমন সব প্রশ্নবানে জর্জরিত করছেন নিজেকে, এই ব্লগটি আপনার জন্যে আদর্শ।
লেখার সূচিপত্র
ট্রেডিং করে কি আসলেই আয় করা সম্ভব?-কনফিউশান এবং কনফিডেন্স
হ্যা। ট্রেডিং করে আয় করা সম্ভব এবং সেটি নিয়মিতভাবেই। বিশ্বজুড়ে অসংখ্য মানুষের একমাত্র আয়ের মাধ্যম ট্রেডিং। শুধুমাত্র ইউএসএ (USA) এতেই ২০২৫ সালে স্টক ট্রেডারদের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৬৫ মিলিয়ন। অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম গুলো বিশ্বের সবচাইতে বেশী ডাউনলোডেড এবং ব্যবহৃত এপ্লিকেশানের মধ্যে অন্যতম।
তাহলে ট্রেডিং নিয়ে নতুনদের মাঝে কনফিউশানের কারণ কি?
প্রথমতঃ ট্রেডিং উচ্চঝুঁকিপূর্ণ। মার্কেট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে কোন ভরসাযোগ্য সিগনাল না দিয়েই। যা অর্বাচীন ট্রেডারদের ভীত করে তোলে।
অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে হাতে কলমে কাজ শেখার সুযোগও বেশ কম। কারণ ট্রেডিং এর প্রতি সামাজিক এওয়ারনেস কম থাকায় তাদেরকে খুঁজে বের করা কষ্টসাধ্য।
শতকার ৯০ ভাগ নতুন ট্রেডারদের ঝরে পরার খবর প্রচারিত হলেও তার পিছনের কারণগুলো সম্পর্কে ধারণা না থাকা। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, ট্রেডিংএ সাফল্য সময়সাপেক্ষ। দীর্ঘসময়ের প্রচেষ্টা এবং নিরলস লেগে থাকার মানষিকতার অভাবও ট্রেডিং ক্যারিয়ার গঠনে প্রধান বাঁধা।
ট্রেডিং এ আপনিও কনফিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন, এবং সফলতা পেতে পারেন। তবে তার জন্যে প্রয়োজন সঠিক গাইডলাইন, মাইন্ডসেট, কৌশল প্রয়োগ, এবং আনডাইভারটেড মনোযোগ।
২০২৫ সালে ট্রেডিং এ নতুন ট্রেন্ড এবং বাস্তবতা
২০২৪-২০২৫ অর্থনৈতিক ক্যালেন্ডারে আন্তর্জাতিক পরিমন্ডলে এসেছে বড়সড় পরিবর্তন। এর প্রভাবের আওতায় পড়েছে ট্রেড মার্কেটও।
ক্রিপ্টোকয়েন বিনিয়োগ বৃদ্ধি
২০২৪ এ স্পট বিটকয়েন ইটিএফ(ETF) ট্রেডিং অনুমোদিত হবার পর প্রাতিষ্ঠানিকভাবে বিটকয়েনের গ্রহণযোগ্যতা বেড়েছে। সাম্প্রতিক বাজারে বিটকয়েনের দাম কয়েক গুণ হয়ে যাওয়া চোখ এড়ায় নি কারো। বিটকয়েনকে অনুসরণ করে অন্যান্য ক্রিপ্টোকয়েনগুলিরও লিকুইডিটি এবং ডিমান্ড বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার স্ফুলিঙ্গ
এআই এর প্রথম আবির্ভাবের পর প্রফেশনাল বাজারের তার জনপ্রিয়তা বেড়েছে। অসংখ্য নতুন এআই নির্ভর কোম্পানি আত্মপ্রকাশ করছে এবং শেয়ার মার্কেটে দ্রুত বায়ারদের ট্রাস্ট অর্জন করছে।
জাপানে ইয়েন ট্রাঞ্জেকশানে ইন্টারেস্ট বৃদ্ধি
সম্প্রতি প্রায় একশো বছরের ইতিহাসে জাপান প্রথম ইয়েন এর ইন্টারেস্ট বৃদ্ধি করেছে। জাপান এর লোকাল এবং আন্তর্জাতিক বাজারে মেজর কারেন্সিগুলোর স্ট্যাটাস রিআপডেট হবার পাশাপাশি ফরেক্স ট্রেডার জন্যে একটি অভিনব পরিস্থিতির সৃষ্টি করেছে। ইয়েন ট্রেডাররা দীর্ঘদিনের হোল্ড করা পজিশান ছেড়ে দেয়ার সামগ্রিক বাজারে একটি আপাতঃ ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে।
সাস্টেইনেবল এবং পরিবেশবান্ধব প্রোডাক্টের জনপ্রিয়তা
হিট ফ্যাক্টরস এবং এনার্জি সেভিং এর মত উদ্বেগ আরো শক্তিশালী হয়েছে। ফলাফল হিসেবে গ্রাহকদের মাঝে প্রাকৃতিক, নবায়নযোগ্য রিসোর্স এর ব্যবহার এবং পরিবেশবান্ধব কাঁচামালের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কমোডিটি এবং স্টক বাজারেও এধরণের পণ্য এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর দাম বেড়েছে।
কেন ২০২৫ সাল হতে পারে ট্রেডিং শুরু করার আদর্শ সময়?
চাহিদা এবং সরবরাহের খাতে ২০২৫ এ ট্রাডিশনাল মার্কেটে বেশ কিছু নতুন ধারা নিয়ে এসেছে। ট্রেডাররা আগে থেকে আরো অনেক বেশী স্বাধীনতা এবং স্বচ্ছতা নিয়ে বিনিয়োগ করতে পারছে।
২০২৫ সালের নবট্রেডারদের জন্যে উল্লেখযোগ্য ফ্লেক্স হতে পারেঃ
শক্তিশালী এনালাইসিস টুলস
টেকনিক্যাল প্রাইস ডিটেকশান এবং এনালাইসিস টুলসগুলি একসময় শুধুমাত্র ট্রেডিং প্লাটফর্মের সাথে ইন্টেগ্রেটেড অবস্থায় পাওয়া যেত। যেগুলো একটি নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে ব্রোকারসদের কাছ থেকে নিতে হত।
কিন্তু বর্তমানে এনালাইসিস টুলসগুলো রূপান্তর হয়েছে ৩৬০ ডিগ্রী মার্কেট রিভিউ থেকে শুরু করে অধিকতর একুরেট প্যাটার্ন ডিটেকশান এবং প্রাইস প্রেডিকশান পারদর্শী হয়ে। ট্রেডিং প্লাটফর্মের বাইরেও থার্ড পার্টি বিভিন্ন কোম্পানি থেকে ফ্রি অথবা স্বল্পমূল্যে এসব টুলস এর সাবস্ক্রিপশান পাওয়া যাচ্ছে।
এআই ইন্টিগ্রেটেড ট্রেডিং এনভায়রনমেন্ট
জটিল এবং বিপুল সংখ্যক ডেটা প্রসেস এবং এনালাইসিস করা এখন প্রাগৈতিহাসিক। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রেডিং বটস এবং এড অন্স দিয়ে এনালাইসিস এর বাইরের করা যাচ্ছে দ্রুততম সময়ে প্যাটার্ন ডিটেকশান, প্রেডিকশান, এবং ভুল ত্রুটি অবজারভেশান। আর এসব কাজেই একজন ট্রেডারের জীবনের অধিকাংশ সময় ব্যয় করতে হয়। এআই ট্রেডিং এর মাধ্যমে একজন ট্রেডার এখন তার জ্ঞান, অভিজ্ঞতা, এবং সময় বিনিয়োগ করে দৈনন্দিন লাভের পরিমান অনায়াসে বৃদ্ধি করতে পারেন।
প্রপ ফার্ম এর জনপ্রিয়তা
ট্রেডিং এর প্রতি ক্রমাগত ঝোঁক এবং ট্রেডারদের প্রারম্ভিক পুঁজি সমস্যা সমাধানে প্রপ ফার্মগুলো দিচ্ছে পুঁজিহীন, দক্ষতা নির্ভর ট্রেড করার সুযোগ। যেখানে একজন ট্রেডার তার সৃজনশীলতা এবং অভিজ্ঞতার প্রমাণ রেখে, বিভিন্ন প্রপাইটারি অর্থনৈতিক সংস্থা এবং কোম্পানির হয়ে ট্রেড করতে পারছেন। হচ্ছে না নিজেদের পকেট থেকে কোন রকম অর্থ ব্যয়। বিশ্বব্যাপী প্রপ ট্রেডিং হয়ে উঠছে মেইনস্ট্রিম ট্রেডিং স্যলুশান।
সহায়ক অর্থনৈতিক পরিবেশ
মূল্যের তারতম্য, সেটি উর্ধ্বমুখী বা নিম্নমুখী যাই হোক না কেন, ট্রেডারদের জন্যে আয়ের সুযোগ তৈরি করে। ২০২৫ কে বিশেষজ্ঞ অর্থনীতিবিদেরা ইতোঃমধ্যেই বিশ্ববাণিজ্যের জন্যে একটি রোলার কোস্টার হিসেবে চিহ্নিত করেছেন। ফলাফলস্বরূপ, ট্রেডাররা এ বছরে অন্যান্য যে কোন বছর থেকে বেশী আয়ের সুযোগ পাবে। তবে, ট্রেডিং জগতে সুযোগ এবং ঝুঁকি সমান্তরাল টার্ম। আর তাই অভিজ্ঞতা অর্জন এবং প্রাথমিক ট্রেডিং শিক্ষার বিকল্প নেই।
ক্রিপ্টো মার্কেটে বিস্ফোরণ
বিটকয়েনসহ, স্টেবল কয়েনগুলির গ্রহণযোগ্যতা বিভিন্ন দেশে সরকারীপর্যায়ে অনুমোদিত হচ্ছে। এতে বাড়ছে চাহিদা এবং আরো শক্তিশালী হচ্ছে ক্রিপ্টোজগতের অবকাঠামো। যা ক্রিপ্টোট্রেডারদের জন্যে আরো সুখকর সময় নিয়ে এসেছে।
উপসংহার
ট্রেডিংরাজ্যে নতুন পা রাখা যে কারো মনেই উদ্বেগ থাকে সূচনাকালিন পুঁজি, এ খাতের উচ্চ ঝুঁকি এবং বর্তমান বাজার কন্ডিশান। পুঁজি এবং ঝুঁকি সমস্যা সমাধানের অপূর্ব সমাধান হতে পারে প্রপ ট্রেডিং। কারণ প্রপ ফার্ম থেকে ট্রেডার নির্দিষ্ট অর্থের পুঁজি সরবরাহ করার পাশাপাশি, নতুনদের দেয়া হয় ট্রেনিং এবং ভার্চুয়াল মার্কেটে কাজ করার সুবিধা। ২০২৫ এ ক্রিপ্টো মার্কেটের আরো শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক বাজারের সহায়ক পরিবেশ বিবেচনা করে ট্রেডার জন্যে এই বছরটি বেশ আশীর্বাদজনক।









