আমাদের দেশে এখন অনেকেই পুলিশের চাকরিতে প্রবেশ করতে আগ্রহী হয়ে থাকেন। পুলিশেরাই দেশের আইন-কানুনের ভিত্তিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকেন। এ চাকরিতে প্রবেশ করার জন্য খুব বেশি উচ্চমানের শিক্ষার প্রয়োজন হয় না, তবে প্রয়োজন হয় অন্যান্য অনেক দক্ষতার। তবে অনেকের প্রথম প্রশ্ন থাকে পুলিশের পদক্রম কেমন?
কিংবা পুলিশের পদক্রম অনুযায়ী বেতন কেমন, এসব নিয়ে। আজকের এই লেখায় আপনার সেসব প্রশ্নের উত্তর দেয়া হবে। এই লেখায় আপনি পুলিশের সবগুলো র্যাংক সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি পুলিশের চাকরি নাও করতে চান তারপরেও, এই লেখাটি আপনার পড়া উচিত। আর আপনি যদি অন্য চাকরি করতে চান তাহলে, চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা এর আপডেট ও ক্যারিয়ার গাইড লেখাটি পড়ে ফেলুন
লেখার সূচিপত্র
পুলিশের পদক্রম
- IGP- Inspector General of Police (মহা পুলিশ পরিদর্শক)
- IG- Inspector General
- SP- Superintendent of Police (পুলিশ সুপার)
- AIG- Assistant Inspector General
- ASP- Assistant Superintendent of Police (অতিরিক্ত পুলিশ সুপার)
- DIG- Deputy Inspector General (উপ মহা পুলিশ পরিদর্শক)
- AD.IG- Additional Inspector General
- AD.DIG- Additional Deputy Inspector General (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক)
- AD.IGP – Additional Inspector General of Police (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক)
- AD.SP- Additional Superintendent of police (অতিরিক্ত পুলিশ সুপার)
- Senior ASP- Senior Assistant Superintendent of Police (সিনিয়র সহকারী পুলিশ সুপার)
- SI- Sub Inspector (উপপরিদর্শক)
- ASI- Assistant Sub Inspector (সহকারী উপপরিদর্শক)
- Habildar (হাবিলদার)
- Nayek (নায়েক)
- Constable (কনস্টেবল)
পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

১. কনস্টেবল
পুলিশের কনস্টেবল পদে যোগদান করার জন্য এসএসসি পাশ করা প্রযোজন। পুলিশ কনস্টেবল নিয়োগ বয়স কত? এই প্রশ্ন আসলে এর উত্তর হলো, ১৮ হতে ২০। তবে, মুক্তিযোদ্ধা কোটায় হলে ১৮ হতে ৩২ বছর। এর পর তারা পুলিশে কনস্টেবল পদের জন্য নিয়োগ পরীক্ষা দিয়ে থাকেন। সেখানে যদি তারা উত্তীর্ণ হন তবে কনস্টেবল পদে যোগদান করতে পারেন।
এই ধরনের পুলিশের কাঁধের ব্যাজ এ কোনো ধরনের স্টার, ধাতব চিহ্ন, পিপ থাকে না। পুরো ফাঁকা থাকে। এটা দেখেই কনস্টেবল দের চেনা যায়।

বেতনঃ ৯০০০ টাকা
২. নায়েক
এই পদ কনস্টেবল এর পরে। যারা কনস্টেবল পদে কর্মরত থাকেন তারাই ধীরে ধীরে পদোন্নতি পেয়ে নায়েক পদে নিযুক্ত হন। এর জন্যও এসএসসি পাশ অর্থাৎ ও লেভেল এর যোগ্যতা দরকার। এদের কাঁধের ব্যাজে দুইটি লাল তীর চিহ্নের মতে থাকে। “^” এই ধরনের কাঁটার মতে উপর নিচ মিলিয়ে ২ টি থাকে।

বেতনঃ ১০,২০০
৩. সহকারী উপ পরিদর্শক (ASI)
এই পদে চাকরি করার জন্যও দরকার এসএসসি বা ও লেভেল / সমমানের যোগ্যতার। কনস্টেবল বা নায়েক পদে যারা কমরত থকেন, তারা পদোন্নতি পেয়ে এই পদে আসেন। তারাই একসময় এই ASI পদে নিয়োগপ্রাপ্ত হন।
দের কাঁধের ব্যাজে পুলিশ লেখার উপরে নীল একটু মোটা দাগ থাকে। তার উপর একটি বৃত্তের মধ্যে শাপলা আঁকা থাকে। এবং সেই বৃত্তের বাইরের চারপাশে চারটি চতুর্ভুজের আকৃতি থাকে।

বেতনঃ ১১,০০০
৪. সার্জেন্ট
পুলিশে যারা কনস্টেবল পদে নিযুক্ত হন, তারা একসময় পদোন্নতি পেয়ে সার্জেন্ট পদে নিযুক্ত হন। এখানে তারা ও লেভেল বা সমমানের যোগ্যতা অনুযায়ী প্রবেশ করতে পারেন। আর এদের ব্যাজে পুলিশ লেখার উপর লাল দাগ থাকে এবং তার উপরে দুইটি চিহ্ন থাকে ( যে চিহ্ন গুলো এ. এস. আই পদে একটি থাকে )।

বেতনঃ ১৬,০০০
৫. উপ পরিদর্শক ( SI )
পুলিশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটির নাম হলো এস. আই। এই পদে যোগদান করার জন্য পদোন্নতির প্রয়োজন পড়ে না। এই পদের জন্য উচ্চশিক্ষার প্রয়োজন পড়ে। আর এখানে আপনি অনার্স কিংবা গ্রাজুয়েট কমপ্লিট করে এরপর যোগদান করতে পারেন। এস. আই. পদে আপনি অটোমোটিকলি প্রবেশ করতে পারেন। সরাসরিই এখনে যোগদান করা যায়।
এই ধরনের পুলিশের ব্যাজ এ পুলিশ লেখার উপর নীল দাগ থাকে এবং তার উপর দুইটি চিহ্ন থাকে ( উপরে যেই চিহ্নের কথা বলা আছে )। পুলিশের এস. আই. পদকে বলা হয় পুলিশপর মেরুদণ্ড। কারন, পুলিশের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের তদন্ত করার প্রয়োজন পড়ে। এগুলো এরাই করে থাকেন। আর বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্কগুলোও পুলিশের এস.আই পদ দ্বারা সম্পন্ন হয়।

বেতনঃ ২২,০০০
৬. ইনস্পেকটর
পুলিশের ইনস্পেকটর আরেকটি গুরুত্বপূর্ণ পদ। সাধারণত যারা এস. আই পদে নিযুক্ত হন, অতঃপর তারাই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে বসেন। একটি লোকাল থানায় একজন নয়, অনেকজন ইনস্পেকটর থাকেন। তাদের একেক জনের কাজ একেক রকম। কেউ ইনভেস্টিগেশন এর কাজে, কেউ ইনস্পেকটর অপারেশন এর কাজে নিযুক্ত থাকেন।
এখন অনেকে মনে করে থাকেন যে, পুলিশের ওসি হয়তো আলাদা কোনো পদ বা রেঙ্ক ( Rank )। তবে এটা সত্যি নয়। ওসি মানে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই যে থানায় অনেকজন ইন্সপেক্টর থাকে, এদের সবার মধ্যে থেকে কেবল মাত্র যেকোনো একজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদমর্যাদা দেওয়া হয়ে থাকে, তবে আসলে এটি কোনো রেঙ্ক নয়। একটি লোকাল থানায় কেবল একজন ওসিই থাকতে পারে।
এদের ব্যাজে পুলিশ লেখার উপর কোনো দাগ থকে না এবং তার উপর বৃত্তে শাপলা ও এর চারপাশে ত্রিভুজাকৃতি চারটি চিহ্ন থাকে।

বেতনঃ ২২,০০০
৭. অতিরিক্ত পুলিশ সুপার
পুলিশের যে আরো একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সেটির নাম হচ্ছে ASP বা অতিরিক্ত পুলিশ সুপার। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ভালো মানের প্রস্তুতি নিতে হয়, কারণ যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে চান্স পায়, একমাত্র তারাই এই পদে নিযুক্ত হতে পারে।
এটিও পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদমর্যাদা। সাধারণত এদের ব্যাজে পুলিশ লেখার উপর কোন দাগ থাকে না এবং তার ওপর দুটি চিহ্ন থাকে ( শাপলা ও ত্রিভুজাকৃতি )। এদের কাজ হলো একটি এলাকার অনেকগুলো থানার দায়িত্ব নেয়া। এটিকে বলে একটি সার্কেল। এদের তদারকি করতে হয়, সবাই ঠিকভাবে কাজ করে কি না।

বেতনঃ ২৩,১০০
৮. Senior ASP- Senior Assistant Superintendent of Police
যারা এ. এস. পি. পদে নিযুক্ত হন, তারাই পদোন্নতি পেয়ে পরে সিনিয়র এ. এস. পি পদে যোগদান করেন। এদের ব্যাজে উপরের মত তিনটি চিহ্ন থাকে। এদের ক্ষমতা এ এস পি এর পরেই।

বেতনঃ ২৯,০০০
৯. AD. ASP
যার এ এস পি পদে নিযুক্ত হন তারাই পদোন্নতি পেয়ে পরে অ্যাডিশনাল এ. এস. পি পদে যোগদান করেন। এদের ক্ষমতা সিনিয়র এএসপিদের পরে। আর এদের ব্যাজে পুলিশ লেখার উপর কেবল একটি শাপলা ফুলের চিহ্ন থাকে।

বেতন: ৩৫,০০০
১০. এসপি
কোনো একজন এএসপি পদোন্নতি পেয়ে এসপি তে যোগদান করতে পারেন। এক্ষেত্রে এসপিদের নিয়োগ দেয়া হয় একজন পুলিশ সুপার হিসেবে। একটি জেলার সার্বিক এবং সকল ধরনের আইন শৃঙ্খলা, সব এসপির উপর ন্যস্ত থাকে।
তাই, এলাকায় নিয়ম কানুন ভঙ্গ হলে তার জবাবদিহিতা একজন এসপিকেই করতে হয়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তে শাপলা ও পাশে ত্রিভুজাকৃতির চিহ্ন ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে।

বেতনঃ ৪৩,০০০
১১. AD DIG
সাধারমত যারা এএসপি তারাই পদোন্নতি পেয়ে এই পদে নিযুক্ত হন। এরা বিভাগীয় কমিশনে নিয়োগ দেয়া হয়। এছাড়া, ছোট খাটো ইউনিটেও এদের নিয়োগ দেয়া হয়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তে শাপলা ও পাশে ত্রিভুজাকৃতির চিহ্ন দুইটি ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে।

বেতনঃ ৫৬,০০০
১২. DIG
এএসপি পদের তারাই পদোন্নতি পেয়ে এই পেয়ে নিযুক্ত হন। আর এরা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। এদের বিভিন্ন ইউনিটেও কাজ করতে দেয়া হয়। এর মধ্যে সি আই ডি ইউনিট অন্যতম। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তে শাপলা ও পাশে ত্রিভুজাকৃতির চিহ্ন তিনটি ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে।

বেতনঃ ৬৬,০০০
১৩. AD IGP
পুলিশে যারা এ. এস. পি. পদে নিযুক্ত হয়ে থাকেন, তারা পরে পদোন্নতি পেয়ে এডিশনাল আইজিপি পদে নিযুক্ত হন। মূলত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়ে থাকেন তারা। এছাড়া এই পদের ব্যাজে তলোয়ার ও ঢাল আড়াআড়িভাবে ক্রস চিহ্নের মতো থাকে ও তার উপর শাপলা ফুলের চিহ্ন থাকে। এদের ক্ষমতা এ. এস. পি. এর পরেই।

বেতনঃ ৭৮,০০০ গ্রেড ১ পদমর্যাদার ৪ জন
১৪. IGP
পুলিশের সবচেয়ে বড় পদ হচ্ছে আইজিপি। এখানে এএসপিরা পদোন্নতি পেয়ে অতঃপর যোগদান করেন। এদের উওর অনেক দায়িত্ব ন্যাস্ত থাকে। এদের পদ সর্বোচ্চ। এদের ব্যাজে তলেয়ারের ক্রস চিহ্ন, বৃত্তে শাপলা ও তার উপর আরেকটি শাপলার চিহ্ন থাকে।

বেতনঃ ৮২,০০০ টাকা (সিনিয়র সচিব)পদমর্যাদা
এছাড়া আরও আছে সবার বিভিন্ন ভাতা ও রেশনের সুবিধা। এই বেতন স্কেল ৫% হারে প্রতি বছরের জুন- জুলাই মাসে বৃদ্ধি পাবে। অন্যান্য সরকারি চাকুরিজীবী দের মতোই চাকুরী শেষে সরকারের কাছে থেকে এককালীন টাকাও পাবেন। আরও আছে, বিনামূল্যে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
পরিশেষে
এই লেখায় পুলিশের পদক্রম, পুলিশ র্যাংক, সব বিষয় স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে।