যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন কিংবা দিতে ইচ্ছুক তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে ধারণা থাকা উচিত। কেননা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে ভাল ধারণা থাকলে, আপনি ভালভাবে ভর্তি প্রস্তুতি নিতে পারবেন। কোন বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে, কোন বিষয়ে কম গুরুত্ব দিতে হবে সে সম্পর্কে ধারণা আসবে।
বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি প্রকৌশলী সহ মোট ৫০ টি পাবলিক ভার্সিটি রয়েছে বর্তমানে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এর জন্য আপনাকে আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মানবন্টন ও নুন্যতম যোগ্যতা সম্পর্কে ধারনা রাখতে হবে।
আমরা নিচে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবণ্টন দিয়েছি। এর বাহিরে যদি আপনাদের অন্যকোন বিশ্ববিদ্যালয়ের মানবন্টনের তালিকা প্রয়োজন হয় তাহলে, কমেন্ট করে জানিয়ে দিন।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
১. গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন
এই ৫০ টি ইউনিভার্সিটির ৯ টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষাটি হবে সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক।
ক ইউনিট (বিজ্ঞান শাখা)
ক বিভাগে পরীক্ষা দেওয়ার উপযোগী হতে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৮.০০ থাকতে হবে সর্বনিম্ন।
বিষয় | পরীক্ষার নম্বর |
---|---|
বাংলা | ১০ |
ইংরেজি | ১০ |
পদার্থ | ২০ |
রসায়ন | ২০ |
ঐচ্ছিক বিষয়সমূহ (যেকোনো ২টা সাবজেক্ট) | |
গণিত | ২০ |
জীববিদ্যা | ২০ |
আইসিটি | ২০ |
সর্বমোট | ১০০ |
খ ইউনিট (মানবিক শাখা)
খ বিভাগে পরীক্ষা দেওয়ার উপযোগী হতে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৭.০০ থাকতে হবে সর্বনিম্ন।
বিষয় | পরীক্ষার নম্বর |
---|---|
বাংলা | ৪০ |
ইংরেজি | ৩৫ |
আইসিটি | ২৫ |
সর্বমোট | ১০০ |
গ ইউনিট (ব্যবসায় শিক্ষা)
গ বিভাগে পরীক্ষা দেওয়ার উপযোগী হতে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ৭.৫০ থাকতে হবে সর্বনিম্ন।
বিষয় | পরীক্ষার নম্বর |
---|---|
বাংলা | ১৩ |
ইংরেজি | ১২ |
আইসিটি | ২৫ |
সর্বমোট | ১০০ |
২. ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এম-সিকিও এবং লিখিত প্রশ্ন দু’ভাবে অনুষ্ঠিত হয়। MCQ পরীক্ষায় একটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। এ বিভাগে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের নুন্যতম ৮.০০ থাকতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
MCQ এবং লিখিত পরীক্ষা দুটো মিলিয়ে ১০০ নম্বর নির্ধারিত থাকে। বাকি ২০ নম্বর এসএসসি পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে ও এইচএচসি পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুন করে।
এই যোগ ফলকে ১০০ নম্বরের লিখিত + এমসিকিরও প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।
বিবরণ | পরীক্ষার নম্বর |
---|---|
লিখিত | ৪০ |
MCQ | ৬০ |
GPA | ২০ |
সর্বমোট | ১২০ |
ক ইউনিট (বিজ্ঞান বিভাগ)
বিবরণ | পরীক্ষার নম্বর |
---|---|
এমসিকিউ আবশ্যিক বিষয়সমূহ: | |
পদার্থবিজ্ঞান | ১৫ |
রসায়ন | ১৫ |
ঐচ্ছিক বিষয়সমূহ: | |
জীববিজ্ঞান | ১৫ |
গণিত | ১৫ |
বাংলা | ১৫ |
ইংরেজি | ১৫ |
* আবশ্যিক সহ মোট ৪টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। | |
লিখিত বিষয়সমূহ: | |
পদার্থ বিজ্ঞান | ১০ |
রসায়ন | ১০ |
জীববিজ্ঞান | ১০ |
গণিত | ১০ |
বাংলা | ১০ |
ইংরেজি | ১০ |
খ ইউনিট (মানবিক বিভাগ)
এই বিভাগে শুধুমাএ মানবিক বিভাগরাই অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নু্ন্যতম ৭.০০ থাকতে হবে।
বিবরণ | পরীক্ষার নম্বর |
---|---|
MCQ আবশ্যিক বিষয়সমূহ: | |
বাংলা | ১৫ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান | ৩০ |
লিখিত বিষয়সমূহ: | |
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
গ ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)
এম-সিকিও এবং লিখিত পরীক্ষা দুটো মিলিয়ে ১০০ নম্বর নির্ধারিত থাকে। বাকি ২০ নম্বর এসএসসি পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে ও এইচএচসি পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুন করে।
বিবরণ | পরীক্ষার নম্বর |
---|---|
এমসিকিউ আবশ্যিক বিষয়সমূহ: | |
বাংলা | ১২ |
ইংরেজি | ১২ |
হিসাব বিজ্ঞান | ১২ |
ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) | ১২ |
মার্কেটিং বা ফিন্যান্স এন্ড ব্যাংকিং (এইচএসসিতে যে বিষয় ছিলো তা সিলেক্ট করতে হবে) | ১২ |
লিখিত বিষয়সমূহ: | |
সংক্ষিপ্ত রচনা (বাংলা বিষয়) | ৫ |
অনুবাদ বাংলা থেকে ইংরেজি | ৫ |
বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি বিষয়) | ৫ |
৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর | ১৫ |
Precis writing | ৫ |
ইংরেজি থেকে বাংলা অনুবাদ | ৫ |
ঘ ইউনিট:
এই বিভাগে বিজ্ঞান, ব্যবসায়, মানবিক ৩ বিভাগই পরীক্ষা দিতে পারবে। মোট নম্বর= ১০০ তে পরীক্ষা হবে। ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে নুন্যতম GPA
- বিজ্ঞান বিভাগ: ৮.০০
- ব্যবসায় বিভাগ:৭.৫০
- মানবিক বিভাগ:৭.০০
বিবরণ | পরীক্ষার নম্বর |
---|---|
MCQ আবশ্যিক বিষয়সমূহ: | |
বাংলা | ১৫ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান | ৩০ |
লিখিত বিষয়সমূহ: | |
বাংলা | ১৫ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান | ১০ |
চ ইউনিট (চারুকলা অনুষদ):
সকল শাখা এই বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারবে। নুন্যতম জিপিএ ৭.০০ । এই বিভাগে এম-সিকিও এবং অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিষয় | পরীক্ষার নম্বর |
---|---|
সাধারণ জ্ঞান | ৪০ |
অঙ্কন/ ফিগার ড্রয়িং | ৬০ |
সর্বমোট | ১২০ |

৭ কলেজের পরীক্ষার ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মানবন্টন
বিষয় | নাম্বার | |
---|---|---|
ব্যবসায় শিক্ষা বিভাগ (নূন্যতম জিপিএ ৭.৫০) | ||
বাংলা | ২০ | |
ইংরেজি | ২০ | |
হিসাববিজ্ঞান | ২০ | |
ব্যবসায় শিক্ষা | ২০ | |
ফিন্যান্স ও ব্যাংকিং অথবা মার্কেটিং | ২০ | |
মোট | ১০০ | |
মানবিক বিভাগ (নূন্যতম জিপিএ ৭.০০) | ||
বাংলা | ২৫ | |
ইংরেজি | ২৫ | |
সাধারণ জ্ঞান | ৫০ | |
মোট | ১০০ | |
বিজ্ঞান বিভাগ (নূন্যতম জিপিএ ৮.০০) | ||
পদার্থ ও রসায়ন এই দুটি বিষয় সহ মোট ৪টি বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে। প্রত্যেক বিষয়ে ২৫ নম্বর করে এম-সিকিও থাকবে ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজিতে পরীক্ষা দেওয়া যাবে। | মোট ১০০ নম্বরে পরীক্ষা। |
৭ কলেজের যেকোন ১টিতে আবেদন করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত ৭টি কলেজ হলো:
- ঢাকা কলেজ
- ইডেন মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- কবি নজরুল কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- মিরপুর সরকারি বাঙলা কলেজ
- সরকারি তিতুমীর কলেজ।
ভর্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
লিখিত | ১০০ নম্বর |
GPA (SSC+HSC) | ২০ নম্বর |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না ) |
নেগেটিভ মার্কিং | নেই |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
আবেদনের লিংক | collegeadmission.eis.du.ac.bd/ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
গ্রেডিং পদ্ধতিতে উওীর্ন শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে ১.৫ দ্বারা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএকে ২.৫ দ্বারা গুন করে মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ভুলের জন্য ০.২০ করে কাটা হবে।
A ইউনিট (বিজ্ঞান বিভাগ)
নুন্যতম জিপিএ ৮.৫০
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
বিষয়সমূহ:
- গণিত = ২২
- পদার্থ = ২২
- রসায়ন = ২২
- বাংলা = ৩
- ইংরেজি = ৩
- বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) = ৮
- মোট: ৮০
B ইউনিট
এই বিভাগে সকল শাখাই পরীক্ষা দিতে পারে। নুন্যতম জিপিএ ৮.০০
বিষয়সমূহ:
- বাংলা= ১০
- ইংরেজি= ১৫
- গণিত = ১৫
- সাধারণ জ্ঞান = ২৫
- বুদ্ধিমত্তা = ১৫
C ইউনিট
এই বিভাগে সকল শাখাই পরীক্ষা দিতে পারে। নুন্যতম জিপিএ ৮.০০
বিষয়সমূহ:
- বাংলা= ১৫
- ইংরেজি =১৫
- অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়= ৫০
D ইউনিট (বিজ্ঞান)
নুন্যতম জিপিএ ৯.০০
বিষয়সমূহ:
- বাংলা এবং ইংরেজি= ৮
- রসায়ন= ২৪
- উদ্ভিদবিদ্যা= ২২
- প্রাণিবিদ্যা= ২২
- বুদ্ধিমত্তা= ৪
E ইউনিট
এই বিভাগে সকল শাখাই পরীক্ষা দিতে পারে।বিজ্ঞান বিভাগ নুন্যতম জিপিএ ৮.০০, মানবিক/ ব্যবসায় শিক্ষা ৭.৫০
বিজ্ঞান/ মানবিক বিভাগের বিষয়সমূহ:
- বাংলা= ১৫
- ইংরেজি= ৩০
- গণিত= ১৫
- সাধারণ জ্ঞান= ২০
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়সমূহ:
- বাংলা= ১৫
- ইংরেজি= ৩০
- গণিত= ১৫
- হিসাববিজ্ঞান= ১০
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা= ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
গ্রেডিং পদ্ধতিতে উওীর্ন শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল ২০যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ করে কাটা হবে।
A ইউনিট (বিজ্ঞান)
নুন্যতম জিপিএ ৮.০০
বিষয়সমূহ:
- বাংলা= ১০
- ইংরেজি= ১৫
- পদার্থ/ রসায়ন/ গণিত/ জীববিজ্ঞান এর মধ্যে যেকোনো ৩টি= ৭৫
B ইউনিট
সকল শাখাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার নুন্যতম জিপিএ ৮.০০। মানবিক শিক্ষার জিপিএ ৭.৫০।
বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার বিষয়সমূহ:
- বাংলা= ৩৫
- ইংরেজি= ৩৫
- সাধারণ জ্ঞান= ৩০
মানবিক বিষয়সমূহ:
- বাংলা= ৩৫
- ইংরেজি= ৩৫
- সাধারণ জ্ঞান= ৩০
C ইউনিট (ব্যবসায় শিক্ষা)
বিষয়সমূহ:
- ইংরেজি= ৩০
- হিসাববিজ্ঞান= ৩৫
- ব্যবসায় নীতি ও প্রয়োগ= ৩৫
D ও D1 ইউনিট
সকল শাখা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নুন্যতম জিপিএ ৭.৫০।
বিষয়সমূহ:
- বাংলা= ৩০
- ইংরেজি= ৩০
- বিশ্লেষণ দক্ষতা= ২০
- সাধারণ জ্ঞান/ গণিত/ অর্থনীতি= ২০
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
প্রতিটি ভুল উওরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ssc ও hsc জিপিএ দ্বয়ের যোগফল: ২০।
মোট নম্বর: ১০০
A ইউনিট (বিজ্ঞান)
নুন্যতম জিপিএ ৮.০০
বিষয়সমূহ:
- বাংলা= ৩০
- ইংরেজি= ৩০
- সাধারণ জ্ঞান= ৪০
B ইউনিট (ব্যবসায় শিক্ষা)
নুন্যতম জিপিএ ৭.৫০
বিষয়সমূহ:
- ইংরেজিতে= ২৫
- আইসিটি= ১৫
- হিসাব বিজ্ঞান= ২৫
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা= ২৫
- বাংলা= ১০
C ইউনিট (মানবিক)
নুন্যতম জিপিএ ৭.০০
বিষয়সমূহ:
- বাংলা= ২৫
- ইংরেজি= ২৫
- ভূগোল/মনোবিজ্ঞান/সাধারণ জ্ঞান= ৩০
উপসংহার
এইখানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টনের তালিকা দেয়া হয়েছে। তবে, আপনার যদি অন্য কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন প্রয়োজন হয় তাহলে, কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা দিয়ে দিবো তালিকা আপনাকে। অনেকে সাবজেক্ট হিসাবে মার্কেটিং নিতে চান। তারা, মার্কেটিং পড়ে ক্যারিয়ার কি কি করা যাবে? লেখাটি পড়তে পারেন।