আজকের এই লেখায় বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিত বলবো। বাংলালিংক নিয়মিত তাদের পুরাতন গ্রাহকদের বাংলালিংক সিম ব্যবহারে আগ্রহী করে তোলার জন্য আকর্ষনীয় সব অফার দিয়ে থাকে।
আর প্রতিবারের মত এবারও, banglalink বন্ধ সিম অফার দিয়েছে। এই অফারের মধ্যে রয়েছে কম খরচের কল রেট, ইন্টারনেট সুবিধা। কথা বৃদ্ধি না করে জেনে নেয়া যাক বাংলালিংক বন্ধ সিমের অফার।
বাংলালিংক বন্ধ সিমের অফার
বাংলালিংক bondho সিম অফারটি শুধু মাত্র প্রিপেইড গ্রাহকরা পাবেন এবং যারা ৩১ মার্চ , ২০২২ বা তার পরে পুনরায় বাংলালিংক বন্ধ সিমটি চালু করেছেন। তাই সবার আগে আপনার বাংলালিংক বন্ধ সিম অফার চেক করে নিতে হবে। আপনি বন্ধ সিমের অফার পাবেন কিনা এটা নিশ্চিত হয়ে রিচার্জ করাটাই বুদ্ধিমানের কাজ নিচে চেক করার নিয়ম দেয়া হলো।
বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম
- মেসেজের মাধ্যমে অফার চেক: আপনার বন্ধ সিমটি যদি ফোনে না থাকে। তাহলে, বাংলালিংক বন্ধ সিম অফার চেক করার জন্য যে কোন বাংলালিংক সিম থেকে আপনার বাংলালিংক নাম্বারটি লিখে 4343 নাম্বারে সেন্ড করে দিন। তারপর আপনি যদি বন্ধ সিম অফারের যোগ্য হয়ে থাকেন তাহলে, মেসেজ করে জানিয়ে দিবে।
- ডায়াল করে অফার চেক: আপনার বন্ধ সিমটি যদি আপনার ফোনে লাগানো থাকে। তাহলে, আপনার সেই বন্ধ সিম থেকে *121*200# ডায়াল করুন। আপনি বন্ধ সিমের আওতায় হলে, তারা বলে দিবে এবং বন্ধ সিমের অফারগুলো দেখাবে।
বাংলালিংক বন্ধ সিমের অফার
- আপনার বন্ধ থাকা বাংলালিক সিম চালু করলে ৫৮ টাকায় ৭ দিন মেয়াদে ৭ জিবি ইন্টারনেট পাবেন।
- ৪৪ টাকায় ৩ জিবি ইন্টারনেট এবং ২০ মিনিট পাবেন, মেয়াদ থাকবে ৭ দিন।
- ১৫৮ টাকায় ৩০ দিন মেয়াদে ২০০ মিনিট এবং ৮ জিবি ইন্টারনেট পাবেন।
- ৩৭ টাকায় ৭ দিন মেয়াদে ৫৫ মিনিট পাবেন।
- ৩৯ টাকা রিচার্জ করলে ৩০ দিন মাত্র ৬০ পয়সা মিনিটে কথা বলতে পারবেন।
এই অফার গুলো যত ইচ্ছা ততবার নিতে পারবেন। অফার গুলো নিতে হলে আপনাকে *121*200# ডায়াল করতে হবে।
বাংলালিংক বন্ধ সিম অফার | টাকা | মেয়াদ | চালু করার নিয়ম |
---|---|---|---|
১ জিবি (শুধুমাত্র ফেসবুক) | ১১ টাকা | ৩০ দিন | *121*200# |
৭ জিবি | ৫৮ টাকা | ৭ দিন | *121*200# |
৩ জিবি + ২০ মিনিট | ৪৪ টাকা | ৭ দিন | *121*200# |
৫৫ মিনিট | ৩৭ টাকা | ৭ দিন | *121*200# |
৮ জিবি + ২০০ মিনিট | ১৫৮ টাকা | ৩০ দিন | *121*200# |
৯০ মিনিট | ৫৭ টাকা | ৩০ দিন | *121*200# |
৬০ পয়সা/ মিনিট | ৩৯ টাকা | ৩০ দিন | ৩৯ টাকা রিচার্জ করলেই চালু হয়ে যাবে। |
৩ জিবি | ৪৯ টাকা | ৭ দিন | *121*200# |
বাংলালিংক বন্ধ সিমের অফার শর্ত
সব সিম কোম্পানি তাদের অফারগুলোর নিচে ছোট করে লিখে দেয় *শর্ত প্রযোজ্য। বাংলালিংকও এর ব্যতিক্রম নয়। তাদের বন্ধ সিম অফার গুলোর কিছু শর্ত রয়েছে। যেমন:

- শুধুমাত্র প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল ব্যবহারকারীরা এই অফারটি নিতে পারবেন।
- কোন একটি প্যাকেজ যদি একাধিকবার ক্রয় করেন তাহলে, সর্বশেষ প্যাকেজের মেয়াদটি পাবেন।
- এই অফারটি পুনরায় পাবেন না।
- যদি আপনার ইন্টারনেট, মিনিট, এসএমএস অব্যবহৃত থাকে। তাহলে অন্য প্যাকেজ কিনলে তার সাথে সাথে যুক্ত হবে না
- আপনি চাইলে কলরেট অফারটি বন্ধ করতে পারবেন। এ জন্য আপনাকে *166*200# ডায়াল করতে হবে।
উপসংহার
এই ছিল আজকে বন্ধ সিম অফার বাংলালিংক এর। অফারটি খুব কম সময়ের জন্য। তাই যারা ইতোমধ্যে এই অফারের আওতায় পরেছেন কিংবা উপরে বাংলালিংক বন্ধ সিম অফার চেক করে দেখেছেন।
তারা চাইলে এখন সিমটি চালু করে banglalink bondho sim offer উপভোগ করতে পারেন। আর ফ্রি কথা বলার জন্য তো আছে ইমু। আপনি চাইলে ইমু সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন? লেখাটি পড়ে জানতে পারেন।