যদি আপনার ফোনটি হঠাৎ করে slow হয়ে যায় তবে অবশ্যই আপনাকে এটি ঠিক করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। ফোন ফাস্ট করার উপায় বেশ অনেকগুলো উপায় আছে।
তো ফোন ঠিক করার আগে, অবশ্যই ফোন টি কী কারণে slow হয়েছে তা জানতে হবে। আজকের এই লিখাটি আপনাদেরকে ফোন ফাস্ট করার উপায় নিয়ে আলোচনা করবে।এমন কিছু উপায় আছে যেগুলো আপনার ফোনকে ফাস্ট করবে; আসুন সে উপায়গুলি জানা যাক।
লেখার সূচিপত্র
ফোন ফাস্ট করার উপায়
১. ফোনটি আপডেট করুন
আজকালকার নতুন সফ্টওয়্যারগুলি আগের গুলোর থেকে সাধারণত বেশ উন্নতমানের হয়। এগুলোর বাগ ফিক্স করার মত ক্ষমতাও থাকে। তাই অ্যাপগুলো ফাস্ট চলে ফোনে। এছাড়া ফোনের অপারেটিং সিস্টেমটিও আপডেট করে রাখুন। নিচের ইমেজে আপডেট করার অপশন দেখাচ্ছি:

২. হোম স্ক্রিন পরিষ্কার করা
লাইভ ওয়ালপেপার ইউজ করার অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে, কারণ এটি আপনার ফোনকে slow করে দেয়। আপনি নরমাল ইমেজ বা কোন সুন্দর ছবি ওয়ালপেপার হিসেবে দিতে পারেন। আর আপনার হোম স্ক্রিনে কম আইকন রাখবেন। যত টা পারেন পরিষ্কার রাখবেন। এতে ফোন স্মুথলি কাজ করে। মোবাইল ওয়ালপেপার ছবি ডাউনলোড কিভাবে করে?
৩. অব্যবহৃত অ্যাপগুলি আনইনস্টল এবং ডিজেবল করা
যে অ্যাপগুলি কম ব্যবহৃত হয় সে অ্যাপ গুলি আপনি আনইনস্টল বা ডিজেবল করে দিতে পারেন, এই জন্য অ্যাপসের > সেটিংসে যান এবং অল ট্যাবে সোয়াইপ করুন। এতে করে আপনার ফোনে যত অ্যাপ আছে সব চলে আসবে তারপর আপনার কাছে যে অ্যাপ টিকে কম ইউজেবল মনে হয় সে টি শনাক্ত করুন এবং আনইনস্টল বা ডিজেবল করুন।

কিছু অ্যাপ সব সময় এক্টিভ থাকে যা আপনার ফোনের কর্মক্ষমতার উপর গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে। এই বিষয়গুলি ও মাথায় রেখে কাজ করতে হবে।
৪. অ্যানিমেশন বন্ধ বা হ্রাস করা
স্মার্ট ফোনে অ্যানিমেশন নামক একটি অপশন থাকে, যা আপনার ফোনকে অ্যানিমেটেড ইস্যুর সাথে আপডেটেড রাখে। আসলে ফোনে অ্যানিমেশন রাখা এতটা গুরুত্বপূর্ণ না। আপনার ফোন ভাল মত কাজ করছে কিনা তা গুরুত্বপূর্ণ।
অ্যানিমেশন আসলে আপনার ফোনের নান্দনিকতা বর্ধনের কাজ করে এই যা। কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার ফোনকে slow করে দেয়। তাই অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট হ্রাস করে দেওয়াই ভাল। এই জন্য আপনি ফোনের সেটিংসে গিয়ে আবাউট ফোন অপশনে যেতে হবে, তারপর ঠিক করতে হবে।
৫. ক্যাশড ডেটা পরিষ্কার করা
ক্যাশড আপনার ফোনের অ্যাপ গুলিকে দ্রুত লোড করতে সহায়তা করে, তবে সময়ের সাথে সাথে এই গুলো আপনার ফোনের মেমোরির জায়গা দখল করতে শুরু করে। যার ফলে আপনার ফোন আস্তে আস্তে slow হয়ে যায়।

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে .ক্যাশড অ্যাপ ডেটা ডিলিট বা পরিষ্কার করতে হবে।

৬. অটো-সিঙ্ক অপশন অফ করা
অনেক সময় আপনি খেয়াল করে থাকবেন যে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এই সমস্ত সিঙ্কিং কর্মক্ষমতার উপর একটি বড় প্রভাব ফেলে।এজন্য আপনি সেটিংসে গিয়ে অটো –সিঙ্ক অপশন খুঁজে এটি পুরোপুরি বন্ধ করতে হবে বা, এতে আপনার ফোনের উপর চাপ কম পড়বে। আপনার ফোন ও ফাস্ট হবে।

৭. ক্যাশ পার্টিশনটি রিমুভ করা
ক্যাশ পার্টিশনটি আপনার অ্যাপ ডেটা ক্যাশ থেকে পৃথক এবং এতে অস্থায়ী ফাইল থাকে। এটি মাঝে মাঝে ক্লিন করতে হয়। এটি করতে আপনাকে রিলোড মোডে বুট করতে হবে। এই মোডে বুট করার পদ্ধতি আপনার ডিভাইসের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। রিলোড মোডে বুট করে আপনাকে ক্যাশ পার্টিশন টি রিমুভ করে দিতে হবে।
৮. থার্ড পার্টি লঞ্চারের ট্রায়াল

আপনি থার্ড পার্টি লঞ্চার কৌশলটি এপ্লাই করে দেখতে পারেন, এটি আপনার ফোনের gesture নিয়ন্ত্রণে সহায়তা করে। কিছু ফাস্ট লঞ্চার:
৯. ফ্যাক্টরি রিসেট
এটি একটু রিস্কি হয়ে যায় তবে আপনি যদি আপনার ডিভাইসটি নতুনের মত চালাতে চান তবে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এটি আপনার ডিভাইস খুব সুন্দর মত clean করবে, কিন্তু এটি সমস্ত ডেটা এবং সেটিংস মুছে ফেলে, এ টাই সমস্যা আর কি।
১০. ওভারক্লকিং ডিভাইস
ওভারক্লকিং করার মাধ্যমে আপনি আপনার ফোনের কর্মক্ষমতা বাড়াতে পারেন। এটি মুলত একটু পুরনো ডিভাইসের কর্মক্ষমতা বাড়াতে ইউজ করা হয়। তবে একটা সমস্যা হল ফোন হালকা গরম হয়ে যেতে পারে, এই বিষয়টি একটু সামলে রাখতে হবে আর কি। এটি করার জন্য প্রথমত আপনার ফোনের speed রিসেট করে নিতে হবে তার পর কাজ শুরু করতে হবে। যারা ফোন দিয়ে প্রচুর গেম খেলেন তারা এই পদ্ধতি এপ্লাই করে দেখতে পারেন।
১১. কাস্টম রম ইনস্টল করা
কাস্টম রম ইনস্টল করে আপনি আপনার ফোনের আপডেট ক্ষমতা বাড়াতে পারেন।কারন কিছু বছর ফোন চালনোর পর আপনার ফোন নতুন সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয়, যদি আপনি কাস্টম রম ইনস্টল করেন তাহলে আপনি সহজেই নতুন সফটওয়্যার এক্সেস করতে পারবেন।
পরিশেষে
আশা করি, উপরিক্ত ফোন ফাস্ট করার উপায়গুলি আপনাদের কাজে লাগবে, আপনারা আপনাদের সমস্যা বুঝে তারপর ব্যবস্থা নিবেন। যথার্থ সমস্যার যথার্থ সমাধান হলে আপনি সহজেই আপনার ফোনের কর্মক্ষমতা দ্রুত করতে পারবেন। মোবাইল স্লো হলে কি করব এই লেখাটি পড়লে আশা করি আরও কিছু জানতে পারবেন।