কোন প্রিন্টার সবচেয়ে ভালো, এই কথার উত্তর এক কথায় দেয়া সম্ভব নয়। কেননা, বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ব্রান্ডের প্রিন্টার রয়েছে। আপনার কাজ এবং চাহিদার উপর নির্ভর করবে আপনার জন্য কোন প্রিন্টার সবচেয়ে ভালো হবে।
এই যেমন, কিছু প্রিন্টার আছে যেগুলোতে কম খরচে, অনেক বেশী প্রিন্ট করা যায়; কিন্তু লেখার কোয়ালিটি খারাপ হয়। আবার কিছু আছে খরচও কম হয়, আবার লেখার কোয়ালিটিও ভাল হয়।
তো আজকে, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। লেখাটি পড়ার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার জন্য কোন প্রিন্টার সবচেয়ে ভালো হবে।
লেখার সূচিপত্র
কোন প্রিন্টার সবচেয়ে ভালো
ভাল প্রিন্টারের যেসব কনফিগারেশন দেখতে হয়?
১. Brand
- Canon
- Brother
- EPSON
- HP
- Fujifilm
এইগুলো বেশী জনপ্রিয় ব্রান্ড। যদি ইঙ্কজেট বা ইঙ্কট্যাঙ্ক টাইপের প্রিন্টার নিতে চান তাহলে, Epson ব্র্যান্ড-এরগুলো দেখতে পারেন। আর লেজার প্রিন্টার এর ক্ষেত্রে Canon বা Brother দেখতে পারেন। এছাড়া, HP এরগুলো দেখতে পারেন। তবে, প্রত্যোক ব্রান্ডের সবগুলো মডেলের প্রিন্টার কিন্তু ভাল হয় না, এই বিষয়টি মাথায় রাখবেন।
২. Functions
প্রিন্টারের ফাংশন খুব গুরুত্বপূর্ণ। একটি প্রিন্টারের সাধারণত Print, Copy, Scan করা যায়, তথা মাল্টি ফাংশনাল। তবে, সব প্রিন্টারে কিন্তু এই তিনটা ফাংশন পাওয়া যায় না। তখন লেখা থাকে Print Only বা Print & Scan বা মনো ফাংশন। তাই, আপনার চাহিদার উপর ভিত্তি করে ফাংশন গুলো দেখে নিবেন।
আপনার যদি দোকান হয় সেক্ষেত্রে Scan এর জন্য আলাদা Scanner কিনে নিবেন। প্রিন্টারের সাথে থাকা Scanner তেমন ভাল হয় না। বাসায় ব্যবহার করতে হলে, মাল্টি ফাংশনাল প্রিন্টার কিনতে পারেন।
৩. Speed
দেখবেন কনফিগারেশনে লেখা থাকবে Black- 8.8ppm, Color- 5ppm । এখানে PPM মানে হলো pages per minute। তো এখানে Black 8.8ppm মানে হল প্রতি মিনিটে ৮টার মতো পেজ প্রিন্ট করতে পারবে। আর যদি রঙিন হয়, সেক্ষেত্রে ৫টা প্রিন্ট করতে পারবে। সুতরাং, আপনার যদি খুব দ্রুত প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যেসব প্রিন্টারে পিপিএম বেশি, সেগুলোকে পছন্দের এক নাম্বারে রাখতে পারেন।
৪. Resolution
এটাও প্রিন্টারের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনার প্রিন্টের কোয়ালিটি কতটা ভালো হবে, এটা কিন্তু এই রেজুলেশন এর উপরে নির্ভর করে। 4800 x 1200dpi এখানে dpi মানে হল Dot Per Inch । একটা স্কায়ার কাগজে কি পরিমান ডট তথা কালির ফোটা দেয়া যাবে, এটা ডিপিআই সংখ্যা দ্বারা বোঝানো হয়।
যত বেশী ফোটা বা ডট দেয়া যাবে রং তত নিখুঁত হবে। তাই, যদি ভাল কোয়ালিটির প্রয়োজন হয়। সেক্ষেত্রে DPI বেশী দেখে কিনে নিবেন। DPI কম হলে, লেখা ঘোলা, অস্পষ্ট হবে।
৫. Connectivity
মোবাইলের মতো প্রিন্টারের ওয়াইফাই ব্লুটুথ কানেকশন থাকে এখন আপনি যদি হোম ইউজার হয়ে থাকেন বা অফিস ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফোনে অনেক সময় বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে যেগুলোকে পিসিতে না নিয়ে সরাসরি প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন যদি আপনার প্রিন্টারের ব্লুটুথ বা ওয়াইফাই কানেকশন থাকে সুতরাং প্রিন্টার কিনার ক্ষেত্রে এইচ সুবিধা গুলো আছে কিনা সেটা অবশ্যই দেখে নিবেন যদি আপনার প্রয়োজন হয়
৬. Paper Size
কাগজের বিভিন্ন রকম ফের হয় যেমন A4, A5, B5, Letter, Legal। এখন আপনার যদি দোকান বা অফিস হয়, সে ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সাইজের প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে, আপনি অবশ্যই দেখে নিবেন এই প্রিন্টার দিয়ে কি কি সাইজের পেপার প্রিন্ট করা যায়।
কোন কাজে কোন প্রিন্টার সবচেয়ে ভালো?

দোকানের জন্য কোন প্রিন্টার সবচেয়ে ভালো?
যদি আপনি দোকানের জন্য প্রিন্টার কেনার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে স্বাভাবিকভাবেই যেই প্রিন্টারে খরচ কম হয় সেই প্রিন্টারটাই কিনতে হবে।
দোকানে ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে: প্রথমত আপনাকে এক্ষেত্রে লেজার প্রিন্টারের দিকেই নজর দিতে হবে। আপনার বাজেট যদি কম হয়, সেক্ষেত্রে সাদা-কালো প্রিন্টার নিতে পারেন। আর যদি কালার প্রিন্টার নিতে চান তাহলে, বাজেট কিছুটা বাড়াতে হবে। লেজার প্রিন্টার কেনার কথা একারণে বললাম, এক্ষেত্রে আপনার প্রিন্টের খরচ অনেক কম হবে।
ফলে আপনি প্রিন্ট করে ভালো টাকা লাভ করতে পারবেন। তবে, টোনারের দাম অবশ্যই দেখে নিবেন। কেননা, অনেক সময় দেখা যায় প্রিন্টারের দাম কম; কিন্তু টোনারের দাম অনেক বেশি হয়। দিনশেষে দেখা যাবে আপনি টোনার কিনতে কিনতে কিনতে ফকির হয়ে যাবেন।
দোকানে ফটো প্রিন্ট করতে চাইলে: যেসব প্রিন্টারে কার্টিজ বা কালার ভ্যারিয়েন্ট বেশি থাকে সেগুলোতে ফটো প্রিন্ট ভালো হয়। অবশ্য প্রিন্টারে লেখাও থাকে Photo Printer। তাই, দোকানে যদি ফটো প্রিন্ট করতে চান, তাহলে, ফটো প্রিন্টার কেনা ভাল হবে।
অফিসের জন্য কোন প্রিন্টার সবচেয়ে ভালো
অফিসের জন্য মাল্টি ফাংশনের প্রিন্টার নিতে পারেন। আর যদি অফিসে শুধুমাত্র সাদা-কালো প্রিন্ট বেশী করা হয়, তাহলে Mono প্রিন্টার নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন থাকবে লেজার প্রিন্টার নেওয়া। এর সুবিধা হচ্ছে খরচ কম, হেডগুলোতে কালী শুকিয়ে যায় না। আর রঙ্গিন প্রিন্ট করার ইচ্ছা থাকলে, ইঙ্কজেট বা ইঙ্কট্যাঙ্ক টাইপের প্রিন্টার নেওয়া উচিত।
বাসার ক্ষেত্রে সম্পূর্ণ আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি কি ধরনের প্রিন্টার কিনবেন। উপরের আলোচনা থেকে ইতোমধ্যে বুঝতে পেরেছেন আশা করি, আপনার কি কি ফাংশনের প্রিন্টারের প্রয়োজন হবে!
কিছু প্রিন্টারের তালিকা দিচ্ছি

স্ক্যানার সহ প্রিন্টার দাম
আগেই বলেছি স্ক্যানার আলাদা কেনায় বেটার। তারপরও আপনি যদি হোম ইউসার বা অফিস ইউজার হয়ে থাকে,ন সেই ক্ষেত্রে আপনি স্ক্যানার সহ প্রিন্টার নিতে পারেন।
মাল্টি ফাংশনাল প্রিন্টার (প্রিন্ট, স্ক্যানার ও ফটোকপি)
- EPSON L3210 = ১৮,০০০ টাকা
- Brother DCP-T220 Multi-Function Color Inktank Printer = ১৭,০০০ টাকা
- Brother DCP-T520W Multifunction Color Inktank Printer with Wireless and Mobile Printing = ২৩,০০০ টাকা
ফটো প্রিন্টার
- Epson L805 Six Color Photo INK Printer
- EPSON L850
সাদা কালো প্রিন্টার
- EPSON M100
- EPSON L3250
- HP Laser MFP 135w Multifunction Mono Laser Printer
- HP Laser MFP 135a Multifunction Mono Laser Printer
- HP Laser MFP 137fnw Multifunction Mono Laser Printer
- Brother MFC-L2700DW Multifunction Laser Printer with Wifi
স্ক্যানার ছাড়া
- EPSON L130
প্রিন্টার দাম
Epson প্রিন্টারের দাম
EPSON L3210

মূল্য: ১৮,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy
- Print Speed: (Black)- 33ppm, (Color)- 15ppm
- Print Resolution: 5760 x 1440 dpi
EPSON L3250

মূল্য: ২১,৫০০ টাকা
সুবিধা:
- Functions: Print Only
- Print Speed: B/W: 33ppm Color: 15ppm
- Print Resolution: 5760 x 1440 dpi
Epson L805 Six Color Photo INK Printer

মূল্য: ৪১,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print Only
- Print Speed: Print Speed (Mono) 33ppm Print Speed (Color) 15ppm
- Print Resolution: 5760 x 1440 dpi
EPSON L850

মূল্য: ৩৭,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print Only
- Print Speed: 37 ppm (Black) / 38 ppm (Colour)
- Print Resolution: 5760 X 1440 dpi
EPSON M100

মূল্য: ১৮,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print Only
- Print Speed: 34ppm
- Print Resolution: 1440 x 720dpi
EPSON L130

মূল্য: ১৬,৭০০ টাকা
সুবিধা:
- Functions: Print Only
- Print Speed: (Black)27ppm (Color) 15ppm
- Print Resolution: 5760 x 1440dpi
এইচ পি প্রিন্টারের দাম
HP Laser MFP 135w Multifunction Mono Laser Printer

মূল্য: ২১,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy
- Print Speed: Up to 20 ppm
- Print Resolution: 1200 x 1200dpi
HP Laser MFP 135a Multifunction Mono Laser Printer

মূল্য: ১৮,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy
- Print Speed: 20 ppm
- Print Resolution: 1,200 x 1,200 dpi
HP Laser MFP 137fnw Multifunction Mono Laser Printer

মূল্য: ২৪,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy, Fax
- Print Speed: 20ppm
- Print Resolution: 1200 x 1200dpi
ব্রাদার প্রিন্টার এর দাম
Brother MFC-L2700DW Multifunction Laser Printer with Wifi

মূল্য: ২৭৫০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy, Fax
- Print Speed: 27 ppm
- Print Resolution: 2400 x 600 dpi
Brother DCP-T220 Multi-Function Color Inktank Printer

মূল্য: ১৭,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Scan, Copy
- Print Speed: Black/Color: 28/11 ppm
- Print Resolution: 1200 × 2400 dpi
Brother DCP-T520W Multifunction Color Inktank Printer with Wireless and Mobile Printing

মূল্য: ২৩,০০০ টাকা
সুবিধা:
- Functions: Print, Copy, Scan
- Print Speed: 17.0/9.5ipm
- Print Resolution: Up to 1,200 x 6,000 dpi
পরিশেষে
কম দামে প্রিন্টার কিনবেন না কার্টিজ কিনতে ফকির হয়ে যাবেন। আশা করি, বুঝতে পেরেছেন, কোন প্রিন্টার সবচেয়ে ভালো হবে আপনার জন্য। আপনার পছন্দের যদি কোন প্রিন্টার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।