বর্তমানে বাংলা ভাষায় লেখালেখির জন্য বাংলা কিবোর্ড খুবই জনপ্রিয়। কম্পিউটার বা মোবাইলে বাংলা কিবোর্ড ডাউনলোড করে খুব সহজেই বাংলা ভাষায় লেখালেখি করা যায়।
বাংলা ভাষায় লেখালেখির জন্য অনেক জনপ্রিয় বাংলা কিবোর্ড রয়েছে যার মাধ্যমে সহজে এবং সাবলীলভাবে বাংলা টাইপিং করা যায়। আজকে বাংলা কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই পোস্টে।
লেখার সূচিপত্র
কম্পিউটারে বাংলা কিবোর্ড লেখার নিয়ম
কম্পিউটারে বাংলা কিবোর্ড লেখার নিয়ম কিছুটা জটিল। তবে আজকাল বাংলা ভাষায় লেখার জন্য মানুষ কম্পিউটারে বাংলা কিবোর্ড ব্যবহার করতে খুবই আগ্রহী। কম্পিউটারে বাংলা কিবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে খুব সহজেই বাংলা ভাষায় টাইপিং করা যায়। কম্পিউটারে বাংলা কিবোর্ড লেখার নিয়ম নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ধাপ ১ঃ বাংলা কিবোর্ড সফটওয়্যার ডাউনলোড
কম্পিউটারে বাংলা ভাষায় লেখার জন্য প্রথমেই আপনার একটি বাংলা কিবোর্ড সফটওয়্যার প্রয়োজন হবে। বাংলা কিবোর্ড এর জন্য ‘ অভ্র’ (Avro Keyboard) খুব জনপ্রিয় একটি সফটওয়্যার। প্রথমেই থেকে অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে।
ধাপ ২ঃ বাংলা কিবোর্ড সফটওয়্যার ইন্সটল
ধাপ ৩ঃ অভ্র কিবোর্ড লেখার নিয়ম
কম্পিউটারে বাংলা কিবোর্ড অভ্র ডাউনলোড করার পর তা ইন্সটল করতে হবে। এরপর আপনার কম্পিউটারের হোম স্ক্রিনে উপরের দিকে অভ্র কীবোর্ড এর একটি মেনুবার দেখা যাবে।
এখানে English লেখা তে মাউস দিয়ে একবার ক্লিক করে বাংলা লেখা অপশন চলে আসবে। এরপর আপনি আপনার কম্পিউটারের যেকোনো লেখালেখির এপ্লিকেশনে বা সফটওয়্যারে গিয়ে খুব সহজে বাংলা ভাষায় টাইপ করতে পারবেন। আপনি Microsoft Office, Microsoft Word, Microsoft Excel বা অন্যান্য writing software এ অভ্র কীবোর্ড এর মাধ্যমে কম্পিউটারে বাংলা ভাষায় লিখতে পারবেন।
ধরা যাক আপনি Microsoft Word এ বাংলায় লেখতে চান। তাহলে Microsoft Word এ প্রবেশ করে সেখান থেকে লেখার জন্য প্রয়োজনীয় সেটিংস যেমন- লেখার সাইজ, লেখার রঙ পরিবর্তন, লেখার বিভিন্ন ফন্ট ইউজ ইত্যাদি ঠিক করে লেখা শুরু করলেই আপনার স্ক্রিনে বাংলা ভাষার লেখা দেখতে পাবেন।
প্রথমে ঐ উপরের বার থেকে Bangla সিলেক্ট করে নিবেন আর ফন্ট হিসাবে Solaiman Lipi সিলেক্ট করে নিন। এবার আপনার টাইপ করার পালা। অভ্রতে লেখার জন্য আপনাকে বাংলিশ লিখতে হবে। মানে, আপনি যদি “আমার নাম প্রিয় ক্যারিয়ার” লিখতে চান তাহলে লিখতে হবে: Amar nam priyo keriyar আর বিস্তারিত জানতে অভ্র কিবোর্ড লেখার নিয়ম pdf ডাউনলোড করে নিতে পারেন?
ধাপ ৪ঃ Avro Pad এর ব্যবহার
আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড সেট করা হয়ে গেলে আপনি এখন সহজে বাংলা ভাষায় লেখতে পারবেন। তবে অনেকসময় আমাদের বাংলা লেখায় ভুল হয় যা আমরা খেয়াল করতে পারি না।
সেক্ষেত্রে এই কিবোর্ড এর Avro Pad নামে অপশনটি ব্যবহার করলে আপনি আপনার বাংলা লেখার ভুলগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনি কম্পিউটারের F7 বাটন ক্লিক করেও আপনার লেখার ভুলগুলো দেখতে পারবেন এবং সংশোধন করতে পারবেন
এভাবে খুব সহজে কম্পিউটারে বাংলা কিবোর্ড এর মাধ্যমে বাংলা লেখা যায়। তবে কম্পিউটারের ক্ষেত্রে বাংলা লে-আউট সম্বলিত কিবোর্ডও পাওয়া যায়। খুব ভালো করে বাংলা লেখতে হলে বাংলা লে-আউট সম্বলিত কিবোর্ড আগে আয়ত্তে আনা প্রয়োজন। তাহলে কম্পিউটারে সাবলীলভাবে বাংলা কিবোর্ড লেখার নিয়ম অনুযায়ী বাংলা লেখা যাবে।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম
একটা জিনিস সবসময় মাথায় রাখবেন Unicode এ লিখতে হবে যখন আপনি অনলাইনে কিছু লিখবেন! আর Microsoft Word/Photoshop বা এই ধরণের সফটওয়্যার অথবা প্রিন্টের সাথে সম্পর্কিত সফটওয়্যারগুলোতে লেখার সময় ANSI. তবে মজার বিষয় হলো, Microsoft Word/Photoshop বা এই ধরণের সফটওয়্যারেও আপনি Unicode এ লিখতে পারবেন! সুতরাং, আপনি চাইলে সবজায়গাই Unicode এ লিখতে পারবেন। কিন্তু ANSI তে সবজায়গায় লিখতে পারবেন না।
এখন কথা হলো, বিজয় কিবোর্ডে কিভাবে Unicode এ যাবে কিংবা ANSI তে?
- Unicode এ টাইপ করার জন্য = CTRL+ALT+V একসাথে চাপুন
- ANSI এ টাইপ করার জন্য = CTRL+ALT+B একসাথে চাপুন, তারপর ফন্ট হিসাবে SuttonyMJ সিলেক্ট করুন।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম কিছুটা আলাদা অভ্র কিবোর্ড লেখার নিয়ম এর থেকে! প্রথমে নিচের কিবোর্ড লেআউটটি দেখুন?

আপনি বিজয় কিবোর্ড থেকে CTRL+ALT+V দিয়ে UNICODE এ গেলেন। এবার ধরুন, আপনি “প্রিয় ক্যারিয়ার” লিখবেন?
- কিবোর্ডের বাটনে দেখুন উপরে একটা অক্ষর, নিচে একটা অক্ষর! নিচের অক্ষর লিখতে কিবোর্ডে ঐ বাটন টাইপ করলেই হবে, উপরের অক্ষর লিখতে হলে SHIFT ক্লিক করে ধরে রেখে তারপর ঐ বাটনটি চাপতে হবে।
- যুক্ত বর্ণ লেখার জন্য, প্রথম অক্ষরটি চাপতে হবে তারপর হশন্ত (্) চাপতে হবে (কিবোর্ডের G বাটনটি) তারপর যে অক্ষরটি যুক্ত করতে চান সে অক্ষরটি চাপুন।
- বিরাম চিহ্ন ব্যবহার করতে হলে, আপনাকে F,D,S,A,C,X যেকোন বাট ব্যবহার করতে হবে! যেমন, দাঁড়ি দেয়ার জন্য আপনাকে F চাপতে হবে। আবার ে দেয়ার জন্য আগে C চাপতে হবে তারপর অক্ষর। ৈ দেয়ার জন্য আগে Shift+C চাপতে হবে তারপর ঐ অক্ষর।
এবার প্রিয় ক্যারিয়ার লিখতে যা যা করা লাগবে: DRZ Shift+W Space J Shift+Z DV Shift+W FV আর যুক্ত বর্ণলেখার নিয়ম জানতে নিচের PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
মোবাইলে বাংলা কিবোর্ড লেখার নিয়ম
কম্পিউটারে বাংলা কিবোর্ড লেখার নিয়ম কিছুটা কঠিন হলেও মোবাইলে খুব সহজে বাংলা কিবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে বাংলা ভাষায় লেখালেখি করা যায়। বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি তাই অনেক ধরনের বাংলা কিবোর্ড এর মোবাইল এপ্স দেখা যায়। মোবাইলে কিভাবে খুব সহজে বাংলা কিবোর্ড এপ্স ডাউনলোড করে বাংলায় টাইপিং করা যায় তা ধাপে ধাপে আলোচনা করা হলো।
ধাপ ১ঃ মোবাইলে বাংলা কিবোর্ড এপ্স ডাউনলোড
মোবাইলে বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় এপ হলো রিডমিক কিবোর্ড। এই কিবোর্ড এ বাংলা, ইংরেজি ২টি ভাষায় লেখা যায়। মোবাইলে বাংলা ভাষায় লেখালেখির জন্য প্রথমেই Play Store থেকে ‘Ridmik Keyboard’ নামে এপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
ধাপ ২ঃ কিবোর্ড সিলেক্ট
এপ্সটি ডাউনলোড করার পর সেটি ওপেন করতে হবে। এপ্সটি ওপেন করার সাথে সাথেই আপনার সামনে কিবোর্ড সিলেক্ট করার অপশন চলে আসবে।
এই অপশনটি আসার পর এখান থেকে কিবোর্ড সুইচ এ ক্লিক করতে হবে।
এরপর উপরের ছবির মতো এমন একটি অপশন আসবে। এখানে Ridmik Keyboard লেখাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই আপনার মোবাইলে বাংলা লেখার অপশন চলে আসবে।
ধাপ ৩ঃ প্রয়োজনীয় সেটিংস অন
আপনার মোবাইলে রিদমিক কিবোর্ড এর এপ্সটি ওপেন করার পর কিছু সেটিংস সামনে আসবে। আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস ঠিক করে নিতে হবে।
ধাপ ৪ঃ রাইটিং এপ্সে বাংলা টাইপিং
বাংলা কিবোর্ড এর সব সেটিংস ঠিক করার পর এখন পালা তা রাইটিং এপ্সে সাবলীলভাবে লেখা যায় নাকি তা যাচাই করা। আপনার মোবাইলে যেকোনো রাইটিং এপ্স যেমন- Microsoft Office, Microsoft word, Google Docs ওপেন করে তাতে বাংলায় যেকোনো টাইপিং করতে পারবেন।
এভাবে খুব সহজেই মোবাইলে বাংলা কিবোর্ড এপ্স ডাউনলোড করার মাধ্যমে মোবাইলে বাংলা ভাষায় লেখালেখি করা যায়।
কম্পিউটারের জন্য জনপ্রিয় বাংলা কিবোর্ড সফটওয়্যার
অনেকেই কম্পিউটারে বাংলা লেখতে পারেন না। কম্পিউটার দীর্ঘদিন যাবত ব্যবহার করার পরেও সাবলীলভাবে বাংলা লেখতে অনেকেরই অসুবিধা হয়। এজন্য অনেক ধরনের বাংলা কিবোর্ড সফটওয়্যার তৈরি করা হয়েছে। গুগলে সার্চ করলে অনেক ধরনের বাংলা কিবোর্ড সফটওয়্যার পাওয়া যায়।
মোবাইল ও কম্পিউটারে বাংলা লেখার নিয়ম এক নয়, ভিন্নতা আছে। তাই কম্পিউটারের জন্য আলাদা বাংলা কিবোর্ড সফটওয়্যার পাওয়া যায়। অনেক ধরনের বাংলা কিবোর্ড সফটওয়্যার এর মধ্যে ২টি জনপ্রিয় সফটওয়্যার হলো অভ্র কিবোর্ড এবং বিজয় বায়ান্ন কিবোর্ড।

এই ২টি কিবোর্ড সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত জানব।
১. অভ্র কিবোর্ড ( Avro Keyboard)
কম্পিউটারে বাংলা লেখার জন্য আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অভ্র কিবোর্ড। খুব সহজে এবং সাবলীলভাবে লেখা যায় বলে খুব অল্প সময়েই অভ্র কিবোর্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
মোবাইলের মতো সহজে বাংলা লেখার জন্য মূলত মানুষ এই সফটওয়্যার বেশি ব্যবহার করে। অভ্র কিবোর্ড এ বাংলা লেখাগুলোতে কোন জটিলতা নেই। আবার যারা বাংলিশ টাইপিং করেন অর্থাৎ ইংরেজিতে টাইপ করার পর বাংলায় কনভার্ট হয় এমন মানুষদের জন্য অভ্র কিবোর্ড অতি উপযোগী।
অভ্র কিবোর্ড এ বাংলায়ও লেখা যাবে আবার ইংরেজিতে টাইপ করে বাংলায় কনভার্ট করার অপশনও আছে। তাই এটি এখন কম্পিউটারে বাংলা কিবোর্ড সফটওয়্যার হিসেবে বেশ জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত।
২. বিজয় বায়ান্ন কিবোর্ড (Bijoy Bayanno)
কম্পিউটারে বাংলা লেখার জন্য আর একটি জনপ্রিয় বাংলা কিবোর্ড সফটওয়্যার হলো বিজয় বায়ান্ন কিবোর্ড। ২০০৯ সালে সর্বপ্রথম এই কিবোর্ডটি উদ্ভাবন করা হয়। তখন থেকেই কম্পিউটার ইউজারদের জন্য এই কিবোর্ড টি খুবই উপযোগী একটি কিবোর্ড হিসেবে ধরা যায়।
বিজয় বায়ান্ন কিবোর্ড এ বাংলায় লেখার আগে তা মুখস্থ করতে হয়। এই কিবোর্ড এ কোথায় কোন শব্দ তা মুখস্থ না করে কখনোই ব্যবহার করা সম্ভব না। কোন কম্পিউটার শেখার প্রতিষ্ঠানে গেলে আপনাকে এই বিজয় বায়ান্ন কিবোর্ড দিয়েই সেখান হবে।
কারন এই কিবোর্ড দিয়ে লেখা শিখলে আপনি যেকোনো ফরমেটে সাবলীলভাবে বাংলা লিখতে পারবেন। আপনার কম্পিউটার বা মোবাইলে বাংলা টাইপ করতে আর কোন সমস্যা থাকবে না। তাই বিজয় বায়ান্ন কিবোর্ড বাংলা লেখার ক্ষেত্রে বহুল জনপ্রিয়।
মোবাইলের জন্য জনপ্রিয় বাংলা কিবোর্ড এপ্স
মোবাইলে বাংলা ভাষা লেখার নিয়ম অনেকটা সহজ। মোবাইলে বাংলা ভাষায় লেখালেখি করার জন্য অনেক ধরনের বাংলা কিবোর্ড এপ্স দেখা যায়। মোবাইলে যেহেতু বাংলা লেখা কিছুটা সহজ তাই মোবাইলে প্রায় অনেক ধরনের এপ্স দিয়েই সাবলীলভাবে বাংলা লেখা যায়। তবে ২টি জনপ্রিয় বাংলা কিবোর্ড এপ্স হলো Ridmik Keyboard এবং Google Indic Keyboard।
মোবাইলে বাংলা ভাষায় লেখালেখির জন্য এই ২টি বহুল জনপ্রিয় এপ্স। প্লে স্টোর থেকে বিনামূল্যে এই এপ্স ২টি আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে বাংলা টাইপিং করতে পারবেন। চলুন এই এপ্স ২টি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক।
১. রিদমিক কিবোর্ড (Ridmik Keyboard)
মোবাইলে বাংলা ভাষায় লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা এপ্স হলো রিদমিক কিবোর্ড। প্লে স্টোর থেকে বিনামূল্যে এটি ডাউনলোড করে মোবাইলে যেকোনো রাইটিং এপ্সে এর মাধ্যমে বাংলা লেখা যায়।
এই কিবোর্ড এ বাংলা কিবোর্ড লেখার নিয়ম খুব সরল এবং বাংলা শব্দ খুজতে সময় লাগে না। রিদমিক কিবোর্ড এ ইংরেজি টাইপ করে বাংলায় কনভার্ট করার অপশন আছে। এর মধ্যে অভ্র, প্রভাত, জাতীয় এই তিন ধরনের বাংলা লেখার অপশন আছে। খুব সহজে বাংলা টাইপ করা যায় বলে এই কিবোর্ডটি বেশ জনপ্রিয়।
২. গুগল কিবোর্ড (Google Keyboard)
প্লে স্টোরে এখন পর্যন্ত আর একটি জনপ্রিয় এবং অধিক ডাউনলোড করা বাংলা কিবোর্ড এপ্স হলো গুগল কিবোর্ড। আপনি যদি একজন ক্লাসি ইউজার হয়ে থাকেন তবে গুগলের এই কিবোর্ডটি আপনার জন্য খুবই উপযোগী একটি কিবোর্ড।
গুগল কিবোর্ড এ বাংলা কিবোর্ড লেখার নিয়ম খুব সহজ। গুগল ইনডিক কিবোর্ড এ বাংলা লেখার পাশাপাশি গুজরাটি, তেলেগু, তামিল, ইংরেজি ইত্যাদি অনেক ধরনের ভাষা লেখা যায়। এই কিবোর্ড এর একটি খুবই মজাদার ব্যাপার হলো এটি একটি ভয়েস কিবোর্ড। আপনি আপনার ভয়েস দিয়ে খুব সহজে বাংলায় লেখে ফেলতে পারবেন।
এক্ষেত্রে আপনার টাইপ করার দরকার হবে না। যারা একদমই বাংলা লেখতে পারেন না তাদের জন্য এটি খুবই ভালো একটি কিবোর্ড। এই কিবোর্ড এর ইউনিকনেসের জন্য এটি বাংলা কিবোর্ড হিসেবে খুবই জনপ্রিয়।
পরিশেষে
উপরের আলোচনা থেকে আমরা বাংলা কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে জানতে পারলাম। কোন বিষয় বুঝতে সমস্যা হলে, কমেন্ট করে জানাতে পারেন।
খুব সুন্দর লেখা