ইসলাম শান্তির ধর্ম। আর এই ধর্ম পৃথিবীতে প্রসারের জন্য নবীজী (সাঃ) এসেছিলেন। এরপর ধীরে ধীরে সকল আলেম- উলামারা সে সকল কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার হলেন আবু ত্বহা মুহাম্মদ আদনান।
মূলত বর্তমান সময়ে ভূ-রাজনৈতিক বিষয়সমূহ, দাজ্জাল এবং বিভিন্ন সমসাময়িক বিষয়, অর্থনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশী আলোচনা তিনি করেন। তার স্পষ্ট ভাষায় কথা বলার ভঙ্গিমা আকৃষ্ট করে সবাইক। আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয় সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাব।
লেখার সূচিপত্র
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জন্ম
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জন্ম রংপুর বিভাগে। তাঁর আসল বা প্রকৃত নাম হলো আফসানুল আদনান৷ আবু ত্বহা মুহাম্মদ আদনান এর বয়স এখন ৩১ বছর। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (৫” ৪”)। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। তিনি যুবকদের সম্পর্কিত সকল কিছু নিয়ে বেশী আলোচনা করেন, যা বর্তমান সময়ের জন্য কল্যানকর।
তাঁর পিতার নাম রফিকুল ইসলাম এবং তাঁর মাতার নাম আজেফা বেগম। তিনি ছোট থাকতেই তাঁর পিতা ইন্তেকাল করেন। এবং পরবর্তীতে তিনি তাঁর নানার বাড়িতে কাছে লালিত পালিত হন।
বিয়ে
আবু ত্বহা মুহাম্মদ আদনান দুইটি বিয়ে করেছেন।
- তাঁর প্রথম স্ত্রীর নাম- হাবিবা নূর। তিনি তাঁর স্বামীর ও সন্তানদের সাথে শালবন মিস্ত্রিপারা চেয়ারম্যান এলাকায় ভাড়া থাকেন।
- তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম- সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুরের ‘আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসা’র পরিচালক এবং শিক্ষক। তিনি সেখানেই থাকেন।
সন্তান
আবু ত্বহা মুহাম্মদ আদনান দুইজন সন্তানের পিতা। একজন পুত্র সন্তান ও অপরজন কন্যা সন্তান।
আবু ত্বহা মুহাম্মদ আদনান শিক্ষাগত যোগ্যতা
আবু ত্বহা মুহাম্মদ আদনান রংপুরে জন্মগ্রহণ করেন এবং তাঁর পড়ালেখাও সেখানে। তিনি রংপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজে পড়াশোনা করেন। সেখান থকেই এসএসসি পরীক্ষা দেন। এরপর রংপুর সরকারি কলেজে ভর্তি হন। বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট সেখান থেকেই কমপ্লিট করেছেন। এরপর তিনি রংপুরের বিখ্যাত রলপুর কারমাইকেল কলেজ এ পড়াশোনা করেন। সেখানে তিনি অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন। তাঁর পড়াশোনার বিষয় ছিলো দর্শন।
পরে তিনি বাড়ির পাশের এক মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে তিনি ১০ থেকে ১২ জন ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহন করেন। অ্যারাবিক গ্রামার ছিল শিক্ষার মূল বিষয়।
ইসলামের প্রতি মনোনিবেশ
তিনি কিন্তু ছোটবেলা থেকেই এরকম ধার্মিক ছিলেন না। মানে পুরোপুরি না। তিনি প্রায়ই বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতেন। তিনি যখন দর্শন নিয়ে অনার্স পড়েন তখন তার ইসলামের প্রতি আগ্রহ তফরি হয়। তিনি তখন ইসলামী বিষয়ে জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। তখন ধীরে ধীরে তিনি ইসলামী বিভিন্ন বই পড়তে শুরু করেন এবং এর উপর বিভিন্ন গবেষনা করতে থাকেন।
তিনি তাঁর ফেইসবুক পেইজ ও ইউটিউবে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলেচনা করেছেন প্রায়ই। তিনি এখনো প্রায়সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে ইসলামের প্রতি তাঁর ঝোঁক প্রচুর বেশি বেড়ে যায়। এভাবেই তাঁর ইসলামের ও সত্যের পথে আসা। এরপর তিনি স্নাতকোত্তর শেষ করেন। এরপর তিনি তাঁর বাড়ির পাশে অবস্থিত “আল জামেয়া আল সালাফিয়া জামে’য়া মাদরাসা” তে ভর্তি হন। পাশাপাশি অনলাইনে ইসলামিক বিষয় খুঁজতে থাকেন। ইসলামিক বিষয়গুলের উপর বিভিন্ন অনলাইন কোর্স করতে থাকেন।
ক্রিকেটার থেকে ইসলামিক স্কলার
তাঁর সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটি তা হলো তিনি আগে ক্রিকেট কেলোয়ার ছিলেন। আগে তিনি ইসলামিক বিষয়ে পুরোপুরি জানতেন না। তিনি যখন ইসলামের বিষয়ে জ্ঞান লাভ করেন, ধীরে ধীরে সত্যের পথে আসেন, তখন তিনি তাঁর জীবন মহান আল্লাহর পথে বিলিয়ে দেন। দুনিয়াবি সকল মোহ থেকে নিজেকে গুটিয়ে ফেলেন।
কর্মজীবন
আবু ত্বহা মুহাম্মদ আদনান তাঁর জীবনে তেমন কোনো প্রাতিষ্ঠানিক পেশায় জড়াননি। তিনি বিভিন্ন সময় মসজিদে জুমার দিন খুতবা দিয়ে থাকেন। এছাড়া তিনি প্রায়ই অনেক জায়গায় মাহফিল করেন। তিনি একজন দারুন ইসলামিল বক্তা।
তিনি নগরীর সুরভী উদ্যামের বিপরীতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুলটির নাম প্রজন্ম। সেই বিদ্যালয়ের প্রধান তিনিই। সেই বিদ্যালয়ে জেনারেল লাইনে পড়াশোনা করা যায়। এমনকি চাইলে ইসলামিক লাইনেও পড়া যায়। সেখানে কুরআন শিক্ষা দেয়া হয়।
নিখোঁজ হওয়া
২০২১ সালের জুন মাসের ১০ তারিখ আবু ত্বহা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। তিনি সেদিন রাত ২ঃ৩৭ মিনিটের সময় তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারার সাথে কথা বলেন। তখন তিনি তাঁর স্ত্রীকে জানান তাকে কয়জন ফলো করছে। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে যখন তিনি তাঁর স্ত্রীর সাথে কথা বলছিলেন তখন তাদের দুইজনের অবস্থানের দূরত্ব ছিল ৬ কিলোমিটার + সামথিং। তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন তাঁকে খুঁজে দেয়ার জন্য। পরে অবশ্য তাঁর খোঁজ পাওয়া যায় ৭ দিন পর অর্থাৎ ১৭ জুন। তিনি তখন থেকেই বেশি জনপ্রিয়তা পেতে শুরু করেন। তিনি সেদিন রাতে আদালতে যান। সেখানে তাঁর জবানবন্দি নপয়া হয়। অতঃপর তাকে সেই রাতে পুলিশের জিম্মিতে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়।
আবু ত্বহা মুহাম্মদ আদনান ওয়াজ এর বিষয় সমূহ
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর অনেক প্রতিভা রয়েছে। তিনি সবসময় সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। কোনটি ভালো, কোনটি খারাপ তা ইসলামের আলোকে যুক্তিসহ বর্ননা। করেন। তাঁর স্পষ্ট ভাষায় কথা বলা ও বক্তব্য দেয়ার ভঙ্গিমা অসাধারণ। ইউটিউবে তাঁর ইসলামিক আলোচনা সম্পর্কে প্রচুর ভিডিও পাওয়া যায়। তিনি অর্থনৈতিক বিষয় সম্পর্কে দারুন আলোচনা করেন।
তিনি তাঁর বেশিরভাগ বক্তব্য প্রদান করেন যুবক সমাজ নিয়ে। তিনি দাজ্জাল সম্পর্কে নানা ধরনের বক্তৃতা পেশ করেছেন ইতোমধ্যে। ইমাম মাহদীকে নিয়েও আছে তাঁর অনেক গুলো বক্তব্য। আবু ত্বহা মুহাম্মদ আদনান ভূ- রাজনৈতিক বিষয় নিয়ে ইসলামের আলোকে বিভিন্ন আলোচনা করেন। তিনি নারীদের সম্পর্কেও নানা ধরনের বক্তব্য দেন। নারীদের কোন আমল গুলো গুরুত্বপূর্ণ, কী করা যাবে না এসব নিয়ে বিস্তর আলোচনা করেন।
মতবিরোধ
তাঁর দেয়া বিভিন্ন বক্তব্য নিয়ে অনেক উলামায়-কেরাম বিরোধিতা করেন। কেউ কেউ বলে তিনি মনগড়া কথা বলেছেন দুই একটি বিষয়ে। তবে ইসলামের আলোচনার ভিত্তিতে ও সময়ের প্রবর্তনে তাদের মতবিরোধ ভুল প্রমানিত হচ্ছে। আবু ত্বহা মুহাম্মদ আদনান ঢাকা শহরকে ” কিয়ামতের শহর ” বলে উল্লেখ করেছেন। এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা – সমালোচনা হচ্ছে। আবার তিনি কিছু কিছু বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনা করেন। এ থেকে বর্তমান সমাজ অনেক তথ্য জানতে পারে।
প্রতিভা
আবু ত্বহা মুহাম্মদ আদনান অনেক প্রতিভাবান। তিনি বর্তমানে এই বয়সে যে জ্ঞান অর্জন করেছেন, তা অবশ্য অনেকের পক্ষেই সম্ভব হয় না। আবার তিনি আগে ভালো মানের একজন ক্রিকেটারও ছিলেন এবং ধীরে ধীরে তিনি জনপ্রিয়তাও পাচ্ছিলেন। তবে তিনি মহান রবের দরবারে আসার জন্য এসব থেকে সরে এসেছেন (আলহামদুলিল্লাহ)। তিনি একজন দারুন ইসলামিক স্কলার।
অর্জন
তাঁর সবচেয়ে বড় প্রতিভা ইসলামের উপর। তিনি তাঁর জীবনে অনেক কিছু অর্জন করেছেন। তবে সবচেয়ে বেশি দামী অর্জন হলো- তিনি ২০১৮ সালে “আলোকিত জ্ঞানী” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে বাছাই পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠেন। শেষ পর্যন্ত প্রথম রানার্স আপ হন। এটি অনেক বড় একটি সম্মান ও অর্জন।
তাঁর সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
আবু ত্বহা মুহাম্মদ আদনান কি আহলে হাদিস?
না। তিনি নিজেকে, আহলে হাদিস দাবি করে নি। ফিকহের ক্ষেত্রে, তিনি হানাফি ফিকহের অনুসারী।
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর অর্থ?
আবু ত্বহা অর্থ সময়, যুগ বা কাল এর পিতা। আদনান নামের অর্থ চিরস্থায়ী বন্দোবস্ত, মনোরম স্থান।
পরিশেষে
এই ছিল আজকে আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়। তিনি সত্যিই বর্তমান প্রজন্মের দ্বীনি ভাই-বোনদের দারুনভাবে অনুপ্রাণিত করছেন। আশা করি, এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুণ। তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত না জানলে, লেখাটি পড়ে রাখতে পারেন।