বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনি যদি বিকাশ এজেন্ট হয়ে থাকেন কিংবা বিকাশের গ্রাহক হয়ে থাকেন উভয় ক্ষেত্রেই বিকাশ টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
এই লেখায় প্রতিটি ধাপ ছবি সহকারে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি অ্যাপে কিংবা *247# ডায়ল করে কিভাবে বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠাবেন সে সম্পর্কে বলা হয়েছে। যাইহোক চলুন, মূল কাজে যাওয়া যাক।
লেখার সূচিপত্র
বিকাশ এজেন্ট কি?
মুনাফার উদ্দেশ্যে বিকাশের অভ্যন্তরীণ অর্থ লেনদেন করার জন্য বিভিন্ন লোকজন বিকাশের লেনদেন ব্যবসায়ী হয়ে কাজ করে থাকে। মূলত এরাই বিকাশ এজেন্ট। বিকাশ সমগ্র দেশ জুড়ে এবং দেশের বাইরেও তাদের অর্থনৈতিক লেনদেন প্রতিষ্ঠা করে। কিন্তু শুধু বিকাশের একার পক্ষে সকল লেনদেন সম্পূর্ণ করা সম্ভব হবে না।
তাই বিকাশ তাদের অর্থ লেনদেনের জন্য প্রতিটি এলাকায় কিছু এজেন্ট নিয়ে থাকে। সে সকল লোকজন ব্যবসায়ী হিসেবে সাধারণ জনগণের বিকাশের লেনদেন করে নগদ গ্রহণ করে থাকে। সাধারণ লোকেরা বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম মেনে সহজেই বিকাশের সেবা নিতে পারে।
বর্তমানে বাংলাদেশের বিকাশ এজেন্টের সংখ্যা অনেক বেশি। প্রায় প্রতিটি এলাকাতেই ৫-১০ জন বিকাশের এজেন্ট পাওয়া যায়। সহজেই সকল গ্রাহক বিকাশের মোবাইল ব্যাংকিং সেবা নিতে পারে।
বিকাশ এজেন্ট কিভাবে কাজ করে
বিকাশের এজেন্টদের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। বিকাশ প্রতিটি লেনদেনের বিনিময়ে তার এজেন্টদেরকে নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে থাকে। বর্তমানের প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করার বিনিময়ে বিকাশ তার এজেন্টদেরকে ৪ টাকা ২৮ পয়সা দিয়ে থাকে।
বিকাশের নিয়োগকৃত এস আর গন প্রতিটি এলাকায় বিকাশ এজেন্ট এর অর্থ লেনদেন করে থাকে। একাউন্টে টাকা জমা করা ও ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যাপারেও বিকাশের এস আর গন এজেন্টদেরকে সহায়তা করে থাকে।
বিদেশের অনেক এজেন্ট বিকাশে লেনদেন করে বাড়তি রেমিটেন্স উপার্জন ও দেশীয়ভাবে বিকাশের ক্যাশ আউট চার্জ নিচ্ছে। বিকাশ তার এজেন্টদের লেনদেন সহজ করে দিয়েছে এবং উপার্জনের পরিমাণও বাড়িয়ে দিয়েছে।
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম অনুযায়ী বর্তমানে বিকাশের ক্যাশ আউট ফি লেনদেনকৃত টাকার ১. ৪৯ %। সেখান থেকে একটি বড় অংশ প্রায় ০.৪২৮ % পর্যন্ত পেয়ে থাকে বিকাশ এজেন্টরা।
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর সুবিধা
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম অনুযায়ী টাকা পাঠানো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং সুবিধাজনক একটি বিষয়। বিকাশ এজেন্ট থেকে আমরা যে সকল সুবিধা গুলো পেয়ে থাকি তা হলো-
- প্রয়োজনের সময় হঠাৎ কাউকে টাকা পাঠাতে চাইলে আমাদের বিকাশ একাউন্টে টাকা না থাকলেও এজেন্টের মাধ্যমে টাকা পাঠানো যায়।
- বিকাশ এজেন্টের টাকা লেনদেনের লিমিট সাধারণত পার্সোনাল একাউন্টের থেকে অনেক বেশি থাকে। তাই আমাদের একাউন্টে লেনদেনের লিমিট ক্রস হয়ে গেলে আমরা বিকাশের এজেন্ট থেকে সহজেই টাকা লেনদেন করতে পারি।
- বিকাশ এজেন্টের কাছে সর্বদাই টাকা পাঠানোর জন্য কম-বেশি ব্যালেন্স থাকে।
- প্রতিটি এলাকাতেই বিকাশ এজেন্ট সুবিধা পাওয়া যায়।
- বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা পাঠাতে একজনকে কোন বাড়তি ফি প্রদান করতে হয় না।
- বিকাশ এজেন্টের মাধ্যমে অন্যের পাঠানো টাকা সহজে ক্যাশ আউট করা যায়।
- বিদেশে অবস্থিত বিভিন্ন এজেন্ট এর মাধ্যমে খুব সহজেই ও তাড়াতাড়ি দেশে স্বল্প পরিমাণ টাকাও লেনদেন করা যায়।
সব মিলিয়ে বিকাশের সকল ধরনের সেবা পেতে এজেন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এজেন্টের মাধ্যমে তুলনামূলক সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করা যায়।
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম খুবই সহজ। যে কেউ চাইলেই একজন বিকাশ এজেন্ট এর কাছ থেকে অন্য কোন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারবে। বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠাতে হলে-
- প্রথমে একজন বিকাশ এজেন্ট এর কাছে যান। আপনার এলাকাতে অবশ্যই বিকাশের এজেন্ট থাকবে।
- বিকাশ এজেন্ট এর কাছে যাওয়ার পর আপনার লেনদেন করার কথা বলুন।
- আপনি কত টাকা লেনদেন করতে চান এবং কোন নাম্বার লেনদেন করতে চান তা বিকাশ এজেন্টকে বলতে হবে।
- বিকাশ এজেন্টের একাউন্টে যদি সেই পরিমাণ টাকা থাকে তাহলেই বিকাশ থেকে আপনি টাকা পাঠাতে পারবেন।
- বিকাশ এজেন্ট প্রথমেই আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই রিসিভার এর নাম্বার তার রেজিস্ট্রি খাতায় নিরাপত্তার জন্য লিখে নিবে।
- তারপর বিকাশ এজেন্টে অ্যাপ বা এসএসডি কোড ডায়াল করে আপনার প্রধানকৃত নাম্বার লিখে পাশাপাশি টাকার পরিমাণ লিখবে। এবং আপনার কাঙ্খিত নম্বরটিতে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
একজন বিকাশ এজেন্টের কাছ থেকে আপনি অন্য কোন পার্সোনাল বিকাশ একাউন্টে সেন্ড মানি বা নির্দিষ্ট কোন এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন। উপরোক্ত বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম অনুযায়ী একটি বিকাশ এজেন্টের কাছে গিয়ে আপনি যেকোনো সময় টাকা পাঠাতে পারবেন।
বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম অনুযায়ী টাকা পাঠানোর পর হাতে নগদ টাকা পেতে অবশ্যই বিকাশ থেকে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে হয়। বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমেই এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হয়। আপনার বিকাশ একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে দুইটি উপায়ে বিকাশ এজেন্ট একাউন্টে টাকা পাঠাতে পারবেন। যথা-
- *২৪৭# এসএসডি কোড ডায়াল করে
- বিকাশ অ্যাপ ব্যবহার করে
১. *২৪৭# এসএসডি কোড ডায়াল করে
আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *২৪৭# লিখে কল করুন। এবার, ক্যাশ আউট করার জন্য 5 টাইপ করে Send এ ক্লিক করুন?
এজেন্ট থেকে ক্যাশ আউট করার জন্য ১ নাম্বার অপশনে From Agent এ যান? 1 টাইপ করে Send এ ক্লিক করুন?
তারপর আপনি যে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চান তা লিখুন এবং Send এ ক্লিক করুন?
পরবর্তী ধাপে আপনার টাকার পরিমাণ লিখুন এবং Send এ ক্লিক করুন?
আপনার বিকাশের পিন নাম্বার দিন এবং সেন্ড করে দিন।
২. বিকাশ অ্যাপ ব্যবহার করে
আপনার বিকাশ অ্যাপ এ রেজিস্টার করা থাকলে পিন নাম্বার দিয়ে একাউন্টে প্রবেশ করুন। তারপর উপরের তিন নম্বর – “ক্যাশ আউট” অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
এবার, আপনি যে এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন তা লিখুন।
পরবর্তীতে আপনার টাকার পরিমান লিখুন।
আপনার বিকাশের পিন কোড দিন।
সর্বশেষ ট্যাপ করে ধরে রেখে বিকাশ এজেন্ট এর কাছে টাকা পাঠিয়ে দিন।
উভয় নিয়মের যে কোন এক ভাবে টাকা পাঠানোর পর সেই এজেন্টের কাছে গিয়ে টাকা উঠাতে চাইলে প্রথমেই আপনি যেই বিকাশ একাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন তার শেষের চার ডিজিট বলতে হবে।
যাচাইকরণের পর বিকাশের এজেন্ট আপনার হাতে নগদ টাকা তুলে দিবে। এভাবে বিকাশ একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম সম্পন্ন হয়।
Frequently Asked Questions
বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ?
বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ ১৮ টাকা ৫০ পয়সা। তবে আপনি যদি প্রিয় হয়ে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে মাত্র ১৪ টাকা ৯০ পয়সা ফি কাটা হয়। এবং প্রিয় নাম্বারে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি।
বিকাশে কত টাকা পাঠানো যায়?
বিকাশে একবারে ৫০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়। এবং ২৫ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা যায়। মাসিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা সেন্ড মানি করা যায়। তবে বিকাশ এজেন্ট একাউন্টের লেনদেনের লিমিট বেশি থাকে।
বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে?
বিকাশ এজেন্ট হতে কোন বাড়তি খরচ প্রদান করতে হয় না। তবে প্রথমে প্রয়োজন হবে আপনার একটি ব্যবসার প্রতিষ্ঠানের। ছোট একটি টং দোকান হলেও বিকাশ এজেন্ট একাউন্ট খুলে তাতে ২০-৩০ হাজার টাকা বিনিয়োগ করেও বিকাশের এজেন্ট হতে পারবেন।
বিকাশ এজেন্ট কমিশন কত?
বিকাশের এজেন্ট গন কমিশনের বিনিময়ে বিকাশের অর্থ লেনদেনের কাজ করে থাকে। প্রতি এক হাজার টাকা লেনদেন করার বিনিময়ে একজন এজেন্ট ০.৪২৮ % বা প্রায় ৪ টাকা ২৮ পয়সা পেয়ে থাকে। যত বেশি লেনদেন করতে পারবেন তত বেশি বিকাশ এজেন্ট থেকে কমিশন পাওয়া যায়।
পরিশেষে
বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম নিয়ে এই ছিল আমাদের আলোচনা। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।