আজকের এই লেখাতে, মূলত কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব এই প্রশ্নের উত্তর দেয়া হবে। তবে সম্পূর্ণ লেখাতে গুগল এডসেন্স কি, অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এসব বিষয়ও স্ক্রীনশট সহ তুলে ধরা হবে। এই লেখাটি পড়লে, কিভাবে google adsense account খুলবো? এই প্রশ্ন আপনাকে আর করতে হবে না।
লেখার সূচিপত্র
গুগল এডসেন্স একাউন্ট কি?
গুগল এডসেন্স হচ্ছে গুগলের অনলাইনে বিজ্ঞাপন দেখানোর প্রতিষ্ঠান, যা বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সহ ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। সেই অ্যাড বা বিজ্ঞাপন যদি নিজের ওয়েবসাইটে দেখাতে চান সেক্ষেত্রে প্রয়োজন হয় একটি গুগল এডসেন্স একাউন্ট।
Google বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনকারী কোম্পানি থেকে অর্থের বিনিময়ে তাদের বিজ্ঞাপন গুগল এডেসেন্স অ্যাকাউন্ট খোলা থাকা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন অ্যাপসে সেই বিজ্ঞাপন প্রদর্শন করে।
এডসেন্স থেকে ইনকাম হওয়া অর্থের বড় একটি অংশ গুগল তার আওতায় থাকা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের পাবলিশার কে দিয়ে থাকে। প্রায় ৬৮% পর্যন্ত আয়ের অংশ গুগল পাবলিশারদের দিয়ে দেয়। তাই খুব সহজেই গুগল এডসেন্স একাউন্ট থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব।
গুগল এডসেন্স একাউন্ট খুলতে কি কি লাগে?
বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে গুগলের কিছু কঠিন নিয়ম-কানুন রয়েছে। আপনি যদি গুগল এডসেন্স একাউন্ট থেকে ইনকাম করতে চান তাহলে, অবশ্যই তাদের নিয়ম ও শর্ত মেনে চলতে হবে। তেমনি ভাবে Google এডসেন্স একাউন্ট খুলতেও কিছু বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে।
বর্তমানে গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন তা হলো-
- প্রথমেই গুগলের এড প্রদর্শন করার জন্য আপনার অবশ্যই একটি মাধ্যম প্রয়োজন যেমন- ওয়েবসাইট, ব্লগ কিংবা ইউটিউব চ্যানেল।
- আবেদন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ন্যূনতম ১৮ বছর হতে হবে।
- ঠিকানার জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য লাগবে।
- গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য একটি জিমেইল আকাউন্ট লাগবে।
- google এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য ওয়েবসাইট বা ব্লগে কিংবা ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত কন্টেন্ট থাকতে হবে।
- গুগল এডসেন্স একাউন্ট এপ্রুভ করার জন্য এড্রেস ভেরিফাই করতে হয়। তার জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আর মনে রাখবেন এই ঠিকনায় গুগল থেকে একটা চিঠি পাঠাবে আর সেই চিঠিতে একটা পিন
আপনার কাছে যদি উপরোক্ত বিষয়গুলোর সবগুলো থাকে তাহলে আপনি গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করলে এপ্রোভ পেতে পারেন এবং আপনার প্রদর্শন করার মাধ্যমটিতে বিজ্ঞাপন দিয়ে গুগলের আয়ের একটি অংশ নিতে পারবেন।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার প্রক্রিয়া তুলনামূলক সহজ। প্রথমেই গুগলে প্রবেশ করে Google AdSense লিখে সার্চ করুন। তারপর সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যমে আপনার গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
ধাপ ১: রেজিস্টার পেজে প্রবেশ
প্রথমেই একটি ব্রাউজার থেকে Google AdSense লিখে সার্চ করুন অথবা এই লিংকে প্রবেশ করুন- Google AdSense। গুগল এডসেন্সের হোম পেজে প্রবেশ করার পর Get Started লেখাতে ক্লিক করুন।
এবার আপনার এডসেন্স একাউন্টের জন্য একটি জিমেইল বাছাই করুন। তারপর আপনার সামনে একটি google এডসেন্স আবেদন করার জন্য আবেদন ফরম আসবে। ফরমটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
Add your site- আপনি যেই ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেলে গুগলের এড প্রদর্শন করতে চান তার ডোমেইন নাম লিখুন। তারপর নিচের get more out of AdSense থেকে প্রয়োজন অনুসারে ইয়েস অথবা নো করে দিতে পারেন।
Your Payment country/ territory- আপনার দেশের নাম সিলেক্ট করতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনি কোন দেশ থেকে এডসেন্স একাউন্টের জন্য আবেদন করেছেন তা নির্বাচন করুন।
Terms and Conditions – উপরোক্ত ওয়েবসাইটের নাম এবং পেমেন্ট কান্ট্রি সিলেক্ট করার পর Terms and Condition নামে একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি চাইলে গুগলের বিভিন্ন পলিস সম্পর্কে ও শর্তাবলী সম্পর্কে জানতে পারেন। আপাতত আপনি এডসেন্স একাউন্ট খোলার জন্য নিচে থাকা- “I have read and accept the agreements” এর খালি ঘরে ক্লিক করে দিন।
Sign up- সঠিকভাবে সকল তথ্য পূরণ করার পর আবেদনপত্রের শেষে Start using AdSense লেখাটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
উপরোক্ত ধাপগুলো শেষ হলে আপনার এডসেন্স একাউন্টের প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কিন্তু শুধু এতোটুকু করলেই আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করা হবে না।
সাইন আপ সম্পন্ন করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে নিচের ছবির মত ইন্টারফেস আসবে-
- এখান থেকে প্রথমেই আপনাকে নিজের তথ্য দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী।
- তারপর আপনার ওয়েবসাইট টি Google এডসেন্সের সাথে কানেক্ট করতে হবে।
- আপনি চাইলে এখান থেকে Explore অপশনে ক্লিক করে গুগল এডসেন্স কিভাবে কাজ করে তা জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন তা জানতে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ২: পাবলিশারের তথ্য পূরণ
একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে একটি মাত্র গুগলের এডসেন্স একাউন্ট খোলা যায়। আপনি যদি আপনার পরিচয় দিয়ে গুগল এডসেন্স একাউন্ট খুলতে চান তাহলে সামনে আসো অপশন গুলো থেকে এন্টার ইনফরমেশন লেখাতে ক্লিক করে আপনার তথ্য দিতে পারবেন।
প্রথমেই, Enter Information লেখাতে ক্লিক করুন। তারপর আপনার সামনে নিচের ছবির মত একটি ফরম আসবে সেখানে ধাপে ধাপে আপনার পরিচয় ও অন্যান্য তথ্য দিন।
Account Type- আপনার গুগল এডসেন্স একাউন্ট কি কোন কোম্পানির আন্ডারে নাকি Individual সিলেক্ট করে দিন। ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইটে ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেখাটি সিলেক্ট করুন।
Name and Address- এই অপশনে এসে আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ তথ্য দিন।
- আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম লিখুন।
- এবার আপনার ঠিকানার সম্পূর্ণ তথ্য দিন। যেমন- গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম ইত্যাদি সম্পূর্ণ পূরণ করুন।
- তারপর টাউন বা সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখ।
- Postcode অপশনে আপনার আইডি কার্ডের পেছনে থাকা চার ডিজিটের নাম্বার টি দিতে হবে।
- সর্বশেষ আপনার একটি মোবাইল নাম্বার দিন। খেয়াল রাখবেন এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার এডসেন্স একাউন্ট ভেরিফাই করা হবে। তাই অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিন।
উপরোক্ত সকল তথ্য পুরন করার পর সাবমিট অপশনে ক্লিক করুন। পরবর্তীতে ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার অ্যাডসেন্স একাউন্ট এপ্রুভ করা হবে।
আপনার মোবাইল ফোনে গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি পরবর্তী তাপে বসিয়ে ফোন নাম্বার ভেরিফাই করে নিন। ফোন নাম্বার ভেরিফাই করার পর আপনাকে একটি অন্য পেজে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনার সাইটটির সাথে google এডসেন্স একাউন্ট কানেক্ট করতে পারবেন।
ধাপ ৩: Add your site with Google AdSense
আপনার এডসেন্স একাউন্ট সম্পূর্ণ করার জন্য আপনার ওয়েবসাইটটি এডসেন্স একাউন্টের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করা হবে। Add your site অপশনটিতে প্রবেশ করুন। তারপর, নিচের ছবির মত অপশন থেকে আপনার ওয়েবসাইটটি গুগল এডসেন্সের সাথে কানেক্ট করুন।
এখানে আপনাকে একটি html কোড প্রোভাইড করা হবে অথবা insert code in your wordpress website লেখাটিতে ক্লিক করেও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর সাথে কানেক্ট করতে পারবেন।
এখান থেকে html কোডটি কপি করে নিন। তারপর আপনার ওয়েবসাইটের থিম অপশন থেকে html এর বডিতে কোডটি পেস্ট করে দিন। তারপর পুনরায় এই পেজে এসে রিকুয়েস্ট রিভিউ লেখাতে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
এবার আপনার ওয়েবসাইটটি রিভিউ করার মাধ্যমে গুগল এডসেন্স একাউন্টের সাথে কানেক্ট করা হবে। ওয়েবসাইটটি রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে যদি সবকিছু গুগলের পলিসি মতো সঠিক হয় তাহলে আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করা হবে এবং আপনার মেইলে জানিয়ে দেওয়া হবে।
উপরোক্ত আলোচনা থেকে ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে এডসেন্সের জন্য আবেদন করে এডসেন্স একাউন্ট এপ্রুভ করার পর ইনকাম করতে পারবেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগলের এডসেন্স একাউন্ট থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব হলেও সকলের এডসেন্স একাউন্ট এপ্রুভ করা হয় না। সেজন্য এডসেন্সের আবেদন করার পূর্বেই আপনার ওয়েবসাইটটি এড প্রদর্শনের জন্য প্রস্তুত হতে হবে।
গুগলে অ্যাডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে আপনার ওয়েবসাইটে যে যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো হলো-
পেজ
আপনার সাইটের কিছু গুরুত্বপূর্ণ পেজ যেমন-
- Contact us
- About us
- Disclaimer
- Privacy policy
- Term of Condition
এই পাঁচটি গুরুত্বপূর্ণ পেজ তৈরি করে নিবেন।
কন্টেন্ট
কখনো কখনো সাইটে অল্প কনটেন্ট থাকলেও গুগল এডসেন্সে এপ্লাই পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অল্প কনটেন্ট থাকলে এবং লো ভেলু কন্টেন্ট থাকলে গুগলে এডসেন্স অ্যাপ্রোভাল পাওয়া যায় না।
তাই আবেদনের পূর্বে অবশ্যই আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন ৩০ টি ভাল মানের আর্টিকেল পাবলিশ করুন। আর্টিকেল গুলোর সার্চ ভলিউম এবং গুগলে এর সিপিসি কেমন সেদিকে খেয়াল রাখতে পারেন।
ক্যাটাগরি
আপনার ব্লগ সাইটে কয়েকটি ক্যাটাগরি তৈরি করুন এবং সে অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে কমপক্ষে চার থেকে পাঁচটি ভালো মানের আর্টিকেল পাবলিশ করুন।
ভিজিটর
ভিজিটর হলো একটি ওয়েবসাইটের প্রাণ পাশাপাশি google এডসেন্স একাউন্ট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই ভিজিটর প্রয়োজন। তাই গুগল এডসেন্সের জন্য আবেদন করার পূর্বে আপনার ওয়েবসাইটে যেন প্রতিদিন ১০০ থেকে ২০০ ভিজিটর আসে সেদিকে খেয়াল রাখবেন।
গুগলের পলিসি
এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাইটটি যেন অবশ্যই গুগলের পলিসি মোতাবেক চলে। আপনার পাবলিশ করা ওয়েবসাইট কন্টেন্ট গুলো অবশ্যই ইউনিক এবং কপিমুক্ত হতে হবে এছাড়াও গুগলের পলিসি থেকে আরো কিছু বিষয় মেনে চলতে হবে।
FAQ’s
গুগল অ্যাড ও এডসেন্স এর মধ্যে পার্থক্য কি
বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বা সেবার যে বিজ্ঞাপন দিবে সেটার মাধ্যম হচ্ছে গুগল এড। গুগল এডের মাধ্যমে কোম্পানিগুলো তাদের এড পাবলিশ করে। আর এই এডগুলা যারা দেখাবে যেমন ইউটিউবার, ওয়েবসাইট মালিক, ব্লগার এরা হচ্ছে এই এডসেন্সে আবেদন করে সেইসব কোম্পানির এডগুলো দেখাবে তাদের ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটে।
গুগল এডসেন্স এর কাজ কি?
গুগল এডসেন্স হচ্ছে একটি অনলাইন বিজ্ঞাপন সংস্থা, যা বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সহ ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে গুগল অর্থ উপার্জন করে।
গুগল এডসেন্স পেমেন্ট পদ্ধতি কি কি?
গুগল এডসেন্স থেকে সরাসরি নিজের ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। আপনার আর্নিং সর্বনিম্ন ১০০ ডলার পূর্ণ হলে আপনার এড করা পেমেন্ট মেথডে গুগল এডসেন্স থেকে পাঠিয়ে দেওয়া হয়। মাসিক ভাবে গুগল এডসেন্স থেকে পেমেন্ট নেওয়া যায়।
গুগল এডসেন্স থেকে কত টাকা আয়?
গুগল এডসেন্স থেকে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের ভিজিটর অনুযায়ী এবং আপনার কন্টেন্টের সিপিসি অনুযায়ী ইনকাম করা যায়। একটি ওয়েবসাইট থেকে আপনার মাসিক ১০ ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব।
গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন কিভাবে?
Google AdSense সাইটে প্রবেশ করে ওয়েবসাইট এর নাম, পেমেন্ট ঠিকানা, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর গুগল এডসেন্সের সাথে নিজের ওয়েবসাইটটি লিংক করার মাধ্যমে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
শেষকথা
এই ছিল আজকে কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে কিভাবে ওয়েবসাইট থেকে আয় করা হয় লেখাটি পড়তে পারেন।