স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। এটা সত্য, বর্তমান সময়ে টিভি ছাড়া এক মুহূর্ত ও চিন্তা করা করা যায়না। আগে যেমন বক্সের মত টিভি ছিল, এখন সেই টিভি পরিবর্তিত হয়ে একদম স্লিম স্মার্ট হয়ে গিয়েছে। যা আপনি সহজেই ঘরের যেকোন স্থানে সেট করতে পারেন।
আপনাকে স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই কিছু বিষয় ভাবতে হবে যেমন আপনার কোন ধরনের স্ক্রিনসাইজ প্রয়োজন, আপনি কী ধরণের ফিচার চান এবং আপনার কোন ব্র্যান্ডের টিভি বেছে নেওয়া দরকার তা সিদ্ধান্ত নেওয়া। তবে কিছু ছোট জিনিসও সন্ধান করতে হবে, যেমন আপনি কীভাবে কোথায় আপনার নতুন টেভি স্থাপন করবেন।
এই লিখায় স্মার্ট টিভি কেনার আগে কি কি করণীয় সেই বিষয়ে আলোচনা করা হবে। একটি টিভি কিনতে অনেক টাকা খরচ হয় তাই এটি কেনার আগে একটু চিন্তা ভাবনা করে কিনলে ঠকার সম্ভাবনা কম থাকে।
আর অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখবেন আপনি যখনই দোকানে যাবেন বিক্রেতারা চাইবে আপনাকে আপনার কাছে তাদের পণ্য বিক্রি করতে, একটু সাবধানে থাকবেন। সঠিক দামে যাতে সঠিক স্মার্ট টিভি কিনতে পারেন তার জন্যই এই লিখা।
স্মার্ট টিভি কেনার আগে
১. ব্রান্ড ঠিক করা
প্রথমত কোন ব্র্যান্ডের টিভি কিনবেন তা ঠিক করতে হবে। বাজারে অনেক ব্র্যান্ডের টিভি আছে, আপনাকে সেই বিষয়ে খোঁজ খবর নিতে হবে দাম জানতে হবে। বর্তমানে Samsung, Sony, Panasonic, Xiaomi, vevo, nokia, LC এই ব্র্যান্ডের টিভি গুলো খুবই পরিচিত, এবং এই গুলোর রিভিউ ও ভাল। তবে কেনার আগে নিজের মত যাচাই করে নিতে ভুলবেন না।
২. ডিসপ্লে দেখে নেয়া
দ্বিতীয়ত, ডিসপ্লে দেখে শুনে কেনা, বিভিন্ন টিভিতে বিভিন্ন রকমের হয়ে থাকে। টিভির পিকচার কোয়ালিটি এর উপর নির্ভর করে। বর্তমানে বাজারে তিন ধরনের ডিসপ্লের টিভি পাওয়া যায়, LED, OLED, QLED, এর মধ্যে LED টিভি একটু কম দামের মধ্যে ভাল। তবে OLED, QLED সবচেয়ে ভাল পিকচার কোয়ালিটির ডিসপ্লে,যদি ও একটু দামী। তবে আপনি অবশ্যই আপনার বাজেটের কথা মাথায় রেখে ডিসপ্লে বাছাই করবেন।
- আরও পড়ুন: বিদ্যুৎ বিল কমানোর উপায়?
IPS নাকি NON IPS ডিসপ্লে এই বিষয়টি মাথায় রাখতে হবে। এর মধ্যে IPS ডিসপ্লে একটু দামী তবে খুবই স্পষ্ট এবং good display quality, view angles (যেকোন সাইড থেকে স্পষ্টভাবে দেখা যায়) অধিক ভালো।
কিন্তু NON IPS ডিসপ্লে দামে সাশ্রয়ী, সুতরাং আপনি আপনার বাজেটের কথা মাথায় রেখে IPS OR NON IPS DISPLAY বাছাই করে কিনে ফেলুন।
৩. ভিউ এঙ্গেল
Viewing angles, এটি টিভি কেনার ক্ষেত্রে খুব ই গুরুত্বপূর্ণ একটি ফিচার, আপনি যখন টিভি কিনতে যাবেন,তখন টিভি টি চালিয়ে কোণা থেকে দেখবেন স্পষ্ট ভাবে দেখা যায় কিনা বা brightness ঠিক কি না। যদি ঠিক হয় তাহলে বুঝবেন এর viewing angles ভাল।
৪. টিভির ভার্সন দেখা
Android Smart TV, এই ধরনের টিভিতে এন্ড্রয়েড ফোনের মত ফাংশন করে, এইখানে বিভিন্ন ধরনের অ্যাপ থাকে ঠিক ফোনের মত। আপনি ইচ্ছা করলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল বা ডাউনলোড করতে পারবেন।
আপনি ইচ্ছা করলে social media তেও এক্সেস করতে পারবেন। আপনি দোকানে গেলে ঠিক মত বিক্রেতাকে Android Smart TV এর কথা বলে দিবেন, না হলে আপনাকে অধিক দামে একটি নরমাল স্মার্ট টিভি দিয়ে দিবে।
আরেকটি বিষয় হল, বিভিন্ন ধরণের ফিচার আছে কিনা তা নিয়ে রিসার্চ করা, কোন টিভি আছে যার পিছনে HDMI Port থাকে, সে ক্ষেত্রে কোন টিভি তে পোর্ট আছে তা নিয়ে রিসার্চ করে দেখতে হবে।
কোন টিভি তে আছে যার পিছনে hard disk বা pen drive যুক্ত করার স্লট থাকে। এই বিষয়গুলো স্মার্ট টিভি কেনার আগে যাচাই করে দেখতে হবে।
এছাড়াও আরও কিছু ফিচার আছে যেমন,
- Bluetooth
- wifi connection (WiFi কি? WiFi কিভাবে কাজ করে বিস্তরিত)
- audio input
- thin bezels (টিভি কতটুকু পাতলা এবং মনিটরের আশে পাশে কতটুকু জায়গা বাকী আছে)
- headphone cable
- Ethernet (সরাসরি ইন্টারনেট লাইন যুক্ত করার সুযোগ আছে কিনা দেখা)
এই বিষয়গুলো স্মার্ট টিভি কেনার আগে রিসার্চ করে নিতে হবে। টিভি কেনার আগে অবশ্যই টিভির Sound quality ভাল করে দেখে নিতে হবে। স্পিকার নিয়ে আইডিয়া না থাকলে পড়তে পারেন, স্পিকার কিভাবে কাজ করে?
এতক্ষন পড়লেন, স্মার্ট টিভি কেনার আগে কি করবেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তা হল, আপনি যে টিভি কিনবেন তা কোথায় স্থাপন করবেন।

এখানে এর জন্য দুটি অপশন রয়েছে
- ওয়াল-মাউন্টিং
- স্ট্যান্ড-মাউন্টিং
ওয়াল-মাউন্টিং হল টিভিকে দেয়ালের সাথে attached করা। এ ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার বেডরুমে র দেয়ালে টিভি attached করতে পারেন। এক্ষেত্রে হয় কি টিভি পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তবে এ জন্য আপনাকে দক্ষ মিস্ত্রী ডাকতে হবে, যা হয় তো বা কিছু টা খরচের হতে পারে।
দেয়ালে টিভি সেট করলে এক টা সমস্যা হল টিভি একবার সেট করা হলে তা পরবর্তীতে আর বদল করা যায় না।
স্ট্যান্ড-মাউন্টিং হল একটি উঁচু টেবিলের উপর বা স্ট্যান্ড এর উপর টিভি সেট করা। অবশ্যই তার আগে আপনি যেখানে টিভি সেট করবেন সেখানে আগে উচ্চতা মেপে দেখবেন, সে অনুযায়ী আপনাকে টেবিলের বা স্ট্যান্ড এর উচ্চতা ঠিক করে নিতে হবে।
এটির সুবিধা হল আপনি যখন ইচ্ছা জায়গা বদল করতে পারবেন এবং এর জন্য আপনাকে পেশাদার কাউ কে দরকার হয়না,আপনি নিজেই করতে পারেন।এটি ঘরের জায়গা বাচাতেও সহায়তা করে। আমার মতে, স্ট্যান্ড মাউন্টিং এর পরিকল্পনা করেই স্মার্ট টিভি কেনা উচিত।
এখন তো কোন কোন টিভির সাথে স্ট্যান্ড ও দিয়ে দেওয়া হয় এবং তারা তাদের থেকে লোক ও অফার করে যাতে আপনার বাসায় যেয়ে টিভি সেট করে দিয়ে আসতে পারে।
এ ছাড়া টিভির কিভাবে যত্ন নিতে হবে সে বিষয়ে ও আপনাকে ভাবতে হবে, যেমন,
- টিভি পরিস্কারের জন্য কখন ও কেমিক্যাল ইউজ করা যাবেনা।
- ফায়ার প্লেসের উপর টিভি স্থাপন যাবেনা।
- পন্ডিতি করে উলটা পালটা ভাবে টিভি সেট আপ করা যাবেনা।
- তারের কুন্ডলি পাকানো ক্যাবল ইউজ করা যাবেনা।
- টিভির ইউজ সম্পর্কে ভাল মত জেনে নিয়ে তারপর কিনতে হবে।
পরিশেষে
আশা করি উপরিক্ত বিষয়গুলো আপনাকে আপনার পছন্দমত টিভি কিনতে সহায়তা করবে। স্মার্ট টিভি কেনার আগে আপতত আপনাকে খুব বেশী পেইন নিতে হবে না। আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারেন।