অধিকাংশ মানুষ ইংরেজিতে দক্ষ না হওয়ার কারণে, বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইনে করার প্রয়োজন হয়। এটা সত্য, ইংরেজি না জানাটা খুব বড় অপরাধের কিছু নয়, কেননা আজকাল অনেক টুলসের মাধ্যমে ইংরেজি শেখা এমনকি আপনি বাংলা বলবেন সেটা ইংরেজি করে দিবে।
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। প্রফেশনাল জগতে ডিল করতে হলে, আমাদেরকে ইংরেজিতে সাবলীল বা FLUENT হতে হয়। তবে স্পিকিং স্কিল ভাল হলেও অনেকেরই রাইটিং স্কিল ভাল না। এমন অনেকসময় হয় যে, ভাল ইংরেজি জানলেও অনেক বড় টেক্সট তাত্ক্ষণিকভাবে অনুবাদ করা যায়না।
চিন্তার কোন কারণ নেই আপনার এই কাজটিকে বহুগণে সহজ করে দিতে বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইনে করার বিভিন্ন ওয়েব সাইট আছে। যেগুলো আপনাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সার্ভিস ফ্রিতে প্রদান করবে।
আজকে এই লিখাটি আপনাদেরকে কিছু অনলাইন অনুবাদের সার্ভিস সম্পর্কে জানাবে। এই ওয়েবসাইট গুলো মুলত বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে। এর জন্য আপনার কোন খরচ ও হয়না।
তাহলে আসুন জানা যাক,
লেখার সূচিপত্র
বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইন
১. গুগল ট্রান্সলেটর
- ওয়েবসাইট: translate.google.com
এই লেখায় আমি যতগুলো ট্রান্সলেটরের কথা বলবো, তারমধ্যে সবচেয়ে বেস্ট এটাই। গুগলের এই অনুবাদ সার্ভিসটি যে কোন সময় আপনাকে সাহায্য করবে! এটি আপনি বিভিন্ন ডিভাইসে ইউজ করতে পারবেন।
যেমনঃ অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকবুক, গুগল, আমাজন আলেক্সা এবং মাইক্রোসফ্ট কর্টানা থেকে স্মার্ট সহকারী, স্মার্টওয়াচ, যে কোনও ব্রাউজার- ইংরেজি থেকে বাংলায় যে কোনও জায়গায় অনুবাদ করতে পারবেন অনায়াসে। এটা সহজ এবং ফ্রি! আপনি যে কোন সময় এটি চালু করে ইউজ করতে পারবেন।
২. মাইক্রোসফ্ট ট্রান্সলেটর
- ওয়েবসাইট: www.bing.com
এই ওয়েবসাইট আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের জন্য। বাংলাদেশ এবং কলকাতার বাঙ্গালীরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের জন্য এটি ইউজ করে। তাদের প্রফেশনাল এবং শিক্ষা জীবনে এই ওয়েবসাইট অনেক কাজে লাগে। এটা মূলত মাইক্রোসফ্টের তৈরি করা।
৩. ট্রান্সলেট.কম
- ওয়েবসাইট: www.translate.com
এই ওয়েবসাইট বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে ইউজ করা হয়। এটি খুব সুন্দর ভাবে অনুবাদ করে। সে আপনি যাই অনুবাদ করতে চান ই না কেন, আপনি নিমিষেই কোন বাক্য, শব্দ বা কোন ফ্রেজ বা কোন ডকুমেন্ট সহজেই অনুবাদ করতে পারবেন। এই ওয়েবসাইট বাংলাদেশ এবং কলকাতায় ব্যাপক ভাবে ইউজ হয়।
৪. টাইপিং বাবা
- ওয়েবসাইট: https://www.typingbaba.com
এই ওয়েবসাইট কলকাতায় ব্যাপক ভাবে ইউজ করা হয়। এই ওয়েবসাইট সবচেয়ে বেশি আক্সেস হয়। এতে আপনি একসাথে ৮০০ এর মত শব্দ অনুবাদ করতে পারবেন, আর অন্য ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইট কিছুটা দ্রুত কাজ করে।
৫. ওয়েবট্রান
- ওয়েবসাইট: https://www.webtran.eu
এই সাইট দিয়েও বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইনে করা সম্ভব। এর অনুবাদগুলোও মানস্মত। ব্যবহার করলেই বুঝতে পারবেন।
৬. আইএমট্রান্সলেটর.নেট
- ওয়েবসাইট: https://imtranslator.net
এই অনলাইন অনুবাদ ওয়েবসাইট সার্ভিসটি অনেক ভাষায় শব্দ, বাক্যাংশ এবং টেক্সটের তাত্ক্ষণিক অনুবাদ করে থাকে। আপনি শুধু মাত্র বাংলা থেকে ইংরেজি নয় অন্য ভাষাতেও অনুবাদ করতে পারবেন। আপনি একত্রে বহুমুখী সুবিধা পাচ্ছেন।
৭. ট্রান্সলেট কিং
- ওয়েবসাইট: https://translateking.com/
এই ওয়েবসাইটটি মুলত পেশাদাররা (যেমন কন্টেন্ট রাইটার, ওয়েবসাইট ব্লগার এবং যারা ইংরেজিতে টাইপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না) তারা ইউজ করেন, আপনি আপনার অনলাইন কাজ চালু রাখার জন্য এই ওয়েবসাইট টি ইউজ করতে পারেন। অনেক জায়গায় এই ওয়েবসাইটের কথা মেনশন করে দেওয়া হয়।

বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য সেরা ওয়েবসাইট কোনটি?
বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইনে করার জন্য গুগল ট্রান্সলেটর বেস্ট। বর্তমানে গুগল অ্যাসিস্টেন্ট এই অনুবাদের কাজটিকে আরও সহজ করে দিয়েছে অনুবাদের জন্য গুগল ট্রান্সলিটারেশন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করা হয়। যা একটি ফ্রি অনলাইন বাংলা থেকে ইংলিশ কনভার্টার।
এই এপিআই অন্যান্য ভাষা ও সঠিক ভাবে অনুবাদ করে এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এই ওয়েবসাইটটি টেক্সট , শব্দ, বাক্য, বাক্যাংশ, বা একটি অনুচ্ছেদকে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারে। তাহলে গুগল ট্রান্সলিটারেশন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ই সেরা অনলাইন ট্রন্সলেশন সার্ভিস।
এটি যে কেউ যে কোন প্রান্ত থেকে ইউজ করতে পারে। আমাদের ইংরেজি ভাষা নিয়ে অনেক বেশি চর্চা করতে হয়, তাই একে ঘিরে এত আয়োজন , আসলে 4. ঔপনিবেশিক যুগে গ্রেট ব্রিটিয়ানের সম্প্রসারণের কারণে ইংরেজি সাধারণত বিশ্বের বেশিরভাগ জায়গায় ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আফ্রিকার কিছু অংশ, ভারত এবং অনেক ছোট ছোট দ্বীপরাষ্ট্রের লোকেরা ইংরেজিতে কথা বলে। ইংরেজি জার্মানি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে সাধারণভাবে গৃহীত দ্বিতীয় ভাষা বা আমরা যেটা কে বলি সেকেন্ড ল্যাংগুয়েজ।
আর আমাদের বাংলাদেশে ইংরেজি হল অফিসিয়াল ল্যাংগুয়েজ অর ফরেন ল্যাংগুয়েজ। সুতরাং ইংরেজি আসলে অনেক বেশি গুরুত্ব পূর্ণ তাই আমাদের ভাল মত ইংরেজি শিখতে হবে।
উপরিক্ত যত গুলো ট্রান্সলেটরের কথা বলা হয়েছে, সব গুলি বাংলা থেকে সমস্ত শব্দ অনুবাদ করে ঠিক ই। কিন্তু তারা সব কিছুর আক্ষরিক অনুবাদ করে যার ফলে অনুবাদকৃত টেক্সট গুলো অনেক সময় রবোটিক মনে হয়। এই সমস্যা তখন ই দেখা দেয় যখন আপনি বিশাল কোন টেক্সট অনুবাদ করতে যান। তবে ছোট ছোট টেক্সটের জন্য এই অনুবাদক ওয়েবসাইট গুলো খুবই উপকারি। আর আমরা সাধারণত ছোট ছোট বিষয়ের জন্যই অনুবাদক গুলো বেশি ইউজ করি।
উপসংহার
আজকের এই পোস্টটি আপনাদেরকে কয়েকটি বহুল পরিচিত বা মোটামোটি পরিচিত কত গুলো অনুবাদক ওয়েবসাইটের সম্পর্কে জানালো, আশা করি আপনারা উপকৃত হয়েছেন।
তবে একটা কথা বলে রাখা ভাল, আপনাকে অবশ্যই ইংরেজি চর্চা করতে হবে, অন্তত সঠিক বানান জানতে হবে। কারণ এই অনুবাদক গুলো আপনার বানান ঠিক করে দিবেনা। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লিখা এইখানেই শেষ করছি।