জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। এর মধ্য থেকে খারাপ মানুষ চেনার উপায় আসলে খুব একটা সহজ নয়। প্রথমে দেখে কাউকেই বোঝা যায় না যে, কে ভালো; কে খারাপ।
তবে কিছুদিন মিশলে বুঝা যায় কে কেমন। আসলে জীবনে ভাল থাকতে গেলে কেমন মানুষের সাথে মিশছি, সে বিষয়টি অনেক প্রভাব বিস্তার করে। আজকের এই লিখাটি মূলত আপনাদেরকে খারাপ মানুষ চেনার উপায় বাতলে দিবে, কথা না বাড়িয়ে আসুন জানা যাক।
খারাপ মানুষ চেনার উপায়
১. সুবিধাবাদী হবে
খারাপ মানুষরা সাধারণত সুবিধাবাদী হয়, তারা আপনার সাথে মিশবে তাদের সুবিধার জন্য। যেমন ধরুন, আপনার গাড়ি আছে ,তারা এখন আপনার সাথে এত খাতির জমাবে, শুধু মাত্র আপনার সাথে আসা যাওয়া করার জন্য। যখন তাদের প্রয়োজন শেষ হবে, তারা আপনাকে চিনবে পর্যন্ত না। এই যেমন:
- টাকা-পয়সা ধার নিবে কিন্তু যখন ফেরত দেয়ার সময় আসবে তখন আর তাকে খুঁজে পাবেন না। অথচ, যখন টাকা পয়সা ধার নেয়ার প্রয়োজন ছিল, তখন আপনার সাথে খাতির একটুও কম ছিল না। তো, যারা টাকা, জামা-কাপড় কিংবা অন্য কোন জিনিস নেয়ার পর ফেরত দিবে না, তাদের খারাপ মানুষের তালিকায় রেখে দিবেন।
- আপনার কাছে টাকা-পয়সা বা নামি দামি জিনিস আছে, এটা শোনার পর আপনার আশে পাশের মানুষের এটেনশন কেমন খেয়াল রাখুন? টাকা-পয়সার হওয়ার পর কি তারা আপনাকে খুব সম্মান বা ভালোবাসা দিচ্ছে! তাহলে, মাথায় রাখুন, এরা সুবিধাবাদী লোক।
- সে যার থেকে সুবিধা পায় তাকে কারোর সাথে শেয়ার করতে পারেনা, তাকে সবসময় কন্ট্রোল করতে চায়। যেমন: আপনি আপনার অন্য বন্ধুর সাথে মুভি দেখতে গেলেন এই নিয়ে তারা অনেক বাড়াবাড়ি করে, আপনার ব্যাপারে তারা খুব পজেজিভ হয় মানে আপনার থেকে সুবিধা নেওয়ার ব্যাপারে।
২. ছ্যাঁচড়া হবে
খারাপ মানুষ চেনার উপায় হিসাবে আপনি আরেকটি জিনিস লক্ষ করবেন, তারা আপনার থেকে বিভিন্ন জিনিস ধার করবে,কিন্তু আর ফেরত দেওয়ার নাম নেই, আপনি চাইলে আপনাকে ইগনোর করবে, এই অজুহাত অই অজুহাত দিয়ে এড়িয়ে যাবে। এরা নিতান্ত ছ্যাঁচড়া গোছের মানুষ হয়।

৩. উপকার করবে না
আপনি তাদের থেকে একবার সাহায্য চেয়ে দেখুন, যদি এতে তাদের ন্যূনতম কোনো স্বার্থ না থাকে তারা কখনো আপনার সাহায্যে এগিয়ে আসবে না। সাহায্য তারা তখনি করবে যখন তারা দেখবে এতে তাদের লাভ আছে। যেমন:
- আপনি বললেন আপনার সাথে এইখানে যাওয়ার জন্য, যদি তাদের কোন দরকার না থাকে বা তারা কোন লাভ না পায়, তাহলে তারা যাবেনা। এদের মধ্যে লোভ জিনিস টা অনেক বেশি কাজ করে।
৪. আত্মকেন্দ্রিক হবে
খারাপ মানুষেরা সাধারণত খুব বেশি আত্মকেন্দ্রিক হয়। নিজের স্বার্থ ছাড়া তারা এক পা ও নড়বে না। নিজের ভাল দেখাই তাদের মূল মন্ত্র। আপনাকে বিপদে ফেলতে হলেও, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। এদের চেনার উপায়:
- আত্মকেন্দ্রিক মানষেরা সবসময় রক্ষণাত্মক অবস্থানে থাকে।
- আত্মকেন্দ্রিক মানষেরা সবসময় মনে করে যে তারা অন্যদের থেকে শ্রেষ্ঠ।
- বন্ধুত্বকে তাদের, চাহিদা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করে।
- তারা অন্যের ভাল কাজের প্রশংসা করে না।
- সবসময় অন্যের উপর প্রভাব বিস্তার করতে চাইবে।
৫. হিংসুটে হবে
খারাপ মানুষ চেনার উপায় হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, তারা কখন অন্যের ভাল দেখতে পারে না। অন্যের ভালো কিছু দেখলে তারা হিংসায় জ্বলবে! মানুষের নামে উল্টা পাল্টা আর নেতিবাচক কথা বলবে। যেমন ধরুন,

- আপনি ভাল কোন চাকরি পেয়েছেন, তারা তখন আপনাকে শুভকামনা জানাবে না! উল্টা, নেতিবাচক কথা বলবে।
- তারা আপনার প্রশংসা করতে গেলেও দেখবেন, বিভিন্ন কথার মাধ্যমে অপমান করছে।
- আপনার কোন সফলতার কথা হিংসুটে মানুষদের শোনাতে গেলে দেখবেন, আপনাকে থামিয়ে দিয়ে তাদের সফলতার কথা বলার চেষ্টা করবে।
- আপনি যদি সফল হন, দেখবেন হিংসুটে লোক আপনাকে নকল করার চেষ্টা করবে।
- নতুন কিছু করতে গেলে যেটা আপনার জন্য ভাল আরকি! তারা সেটাকে না করার জন্য উৎসহ দিবে।
৬. নিজের দোষ ডাকার চেষ্টা করবে
তারা নিজেদের সবসময় পরিস্থিতির শিকার বানাবে। নিজেদের দোষ কখনো শিকার করবেনা। বলবে যে, “আমার জায়গায় তুমি থাকলে, তুমি এর থেকে খারাপ কিছু করতে, আমি দেখে এইটুক করেছি।” তারা একেকটা ড্রামাবাজ হয়। আর সবসময় অন্যের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে।
৭. বয়ানবাদি হয়
আপনার সমস্যা হলে সে আপনাকে কোনো প্রকার সাহায্য না করে, আপনাকে বয়ান শুনাবে যে সে এর থেকেও বেশি খারাপ অবস্থায় ছিল, বা মানুষ এর থেকে বেশি খারাপ অবস্থায় থাকে, আপনার বিষয় টা কিছুই না। অথচ তার অল্প কিছু হলেই, তার সমস্যাটাকে বড় ইস্যু করে তোলে।
৮. ছুঁড়ে ফেলে দেয়
তারা আপনাকে প্রয়োজনের পর ছুঁড়ে ফেলে দিতেও দুইবার ভাববে না। অথচ তাদের জন্য আপনি অনেকের সাথেই সম্পর্ক খারাপ করেছেন। খারাপ মানুষ চেনার উপায় হলো, তারা প্রয়োজনের সময় আপনাকে মাথায় তুলে রাখবে প্রয়োজন শেষ হলে, ছুঁড়ে ফেলে দিবে।

৯. নিজের স্বার্থ আগে দেখবে
তারা সবসময় আপনার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায়। তারা এমন ভাব দেখাবে যে আপনি ছাড়া তাদের কেউ নেই। কিন্তু যখন আপনার থেকে ভাল কাউকে পাবে তারা তখন আপনাকে চিনবেনা। এতটাই স্বার্থপর এরা। এদের কিছু লক্ষণ:
- অন্যের কষ্টে এরা খুব একটা সহানুভূতি দেখাবে না।
- তারা মনে করে, সব কিছু তাদের প্রাপ্য।
- স্বার্থপর ব্যক্তিরা অন্যের সমালোচনা করবে কিন্তু নিজের ভুলগুলো কেউ বললে তার উপর ক্ষেপে যাবে।
- নিজের সফলতার জন্য অন্যকে আঘাত কিংবা ক্ষতি করবে।
১০. অকৃতজ্ঞ
এই ধরনের খারাপ মানুষের আপনি যতই উপকার করেন না কেন, তাদের কোনো কৃতজ্ঞতা নেই। বলবে যে আমার জন্য, কেউ কিছু করে না, আমি হতভাগা। এই টাইপের খারাপ মানুষ চেনার উপায়:
- তারা সবসময় আপনার দয়ার সুবিধা নিবে।
- তাদের আপনি কখনও সন্তুষ্ট করতে পারবেন না। আপনি সব কিছু দেয়ার পরও, তাদের অবস্থা এমন হবে যে, “দোস্ত সব তো খাওয়াইলি, এবার তোর কলিজাটা দে একটু টেস্ট করি”।
- নিজের সমস্যার জন্য এরা সব সময় অন্যের উপর দোষারপ করবে।
- আপনার অনুভুতির কোন মূল্য থাকবে না, এসব অকৃতজ্ঞ মানুষের নিকট।
১১. এক্সপার্ট সমালোচক
সমালোচনায় এরা এক্সপার্ট, কারোর সম্পর্কে এরা ভালো কিছু বলবে না, বদনাম করা এদের নিত্যদিনের অভ্যাস। আর এরা সবসময় আরেকজনকে ছোট করে মজা পায়। মুখে হাসি রেখে অনবরত আপনাকে অপমান করবে। কথায় কথায় আপনাকে বলবে আপনার এই দোষ ওই দোষ, মানে আপনার দোষ খোঁজায় এরা ব্যস্ত।
১২. ডমেনেটিং হবে
তারা অনেক বেশি ডমিনেটিং হয়, নিজেদেরকে সবসময় বস ভাবে। নিজেদেরকে সবসময় ঠিক মনে করে। আপনার যে ভিন্ন কোন মতামত থাকতে পারে বা ইচ্ছা থাকতে পারে সেটাকে তারা কখনোই সম্মান করবেনা। আপনি যাই বলেন, তারা আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে।
১৩. ফুটানিবাজ হবে
খারাপ মানুষেরা নিজেকে কথায় কথায় বড় প্রমাণ করতে চাইবে, মানে যাকে বলে ফুটানি মারা। অথচ আপনার দামি কিছু দেখে তাদের আগ্রহের শেষ নাই। আপনার জিনিসপত্র নিয়ে তারা স্পাইগিরি করবে যেটা এক কথায় অসহ্য।
১৪. আড়ি পাতার অভ্যাস আছে
আপনি কাকে কী বলছেন না করছেন এই সব বিষয়ে তাদের অনেক আগ্রহ থাকে। ধরুন আপনি আপনার কোন বন্ধুকে কিছু বলছেন, তারা হয় তো সে সময়ে সেখানে ছিল না, কিন্তু যখন শুনবে তাতে ব্যাপক আগ্রহ থাকবে। তাদের আড়ি পাতার অভ্যাস ও থাকে।
এমনকি তাদের ফোন চেক করা বা মেসেজ পড়ার মতো বাজে অভ্যাস ও থাকে। বা আপনি ফোনে কথা বলছেন, আপনার কথা তারা শুনবে,বা খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করবে। স্পাইগিরি করে খুব।
১৫. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে

আপনি একবার বিপদে পড়ে দেখুন জীবনেও তাদেরকে পাশে পাবেন না, তারা নানা অজুহাতে নিজেকে দূরে সরিয়ে নিবে। অথচ তাদের জন্য আপনি কতই না চিন্তা করতেন। তারা কোনো ভাবে যদি আপনার দুর্বল বিষয়ে জানতে পারে, কাজ হয়ে গেল, আপনাকে সেটা নিয়েই খোঁচা দিবে।
ভুলে ও তাদের সাথে কিছু শেয়ার করতে যাবেন না, তারা সুযোগ বুঝে আপনাকে ব্ল্যাকমেইল করবে বা বুলি করবে। তারা আপনার দুর্বলতার সুযোগ নিবে।
১৬. মিথ্যাবাদী হবে
তারা কখন সত্যি কথা বলবে না, বানায় বানায় কথা বলবে। আপনি তাদেরকে ধরতে পারবেন না, এতটাই ধূর্ত এরা। তারা কথা পেটে রাখতে পারেনা, আপনি যা না করবেন তা আর ও বেশি করে বলবে, আপনার হাঁটে হাড়ি ভাঙ্গবে।
১৭. অবহেলা করবে
আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে, তারা যখন তাদের অন্য ধনী বন্ধুদের সাথে থাকে, তখন আপনাকে তারা চিনবেই না। ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে তারাও তাদের অন্য বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছে ,তখন তারা আপনাকে চিনবেই না। আবার হতে পারে, হয়তো চিনবে, কিন্তু আপনার সাথে এরা খুব একটা সময় দিবে না, ঐসময়।
১৮. চোর
তাদের মধ্যে চুরি করার একটা প্রবণতা থাকে। তারা কৌশলে আপনার আইডিয়া বা নোট পড়ে নিবে, এরপর সেটা নিজের আইডিয়া বা পড়ার কাজে আপনাকে না বলে এপ্পলাই করবে। আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাদের এই ধূর্তটা দেখে।
১৯. ফুটেজ খোর
একটা Groupwork হল, আপনি শুরু থেকে শেষ অবধি খাটলেন, কিন্তু পুরা ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করবে আর ফুটেজ খোর হয়। এমন পাবলিক এরা। তারা এমন ভাব করবে যেন সব কাজ ওরাই করেছে আপনি খালি ঘুমিয়েছেন আর মাছি মেরেছেন।
পরিশেষে
আশা করি উপরিউক্ত বিষয়গুলো আপনাদের কিছুটা হলেও ধারণা দিয়েছে খারাপ মানুষ চেনার উপায় হিসাবে। এর আগে আমরা, ভালো মানুষ চেনার উপায় নিয়ে লেখা দিয়েছিলাম, লেখাটি পড়ে দেখতে পারেন।