বর্তমানে অফিশিয়াল কাজ কর্ম সাধন করার সবচেয়ে সুরক্ষিত এবং প্রচলিত মাধ্যম হল ইমেইল। এখন আপনি যদি বলেন, আমার ইমেইল আইডি ভুলে গেছি? এক্ষেত্রে করণীয় কি? তাহলে, এই লেখাটি আপনার জন্য জরুরি। এই লেখায়, আমরা হাতে কলমে দেখিয়ে দিয়েছি, আপনার প্রশ্নের উত্তর। আর যারা ইমেল কি জানেন না, তারা ইমেল কি? ইমেইল কিভাবে কাজ করে? লেখাটি পড়তে পারেন।
লেখার সূচিপত্র
আমার ইমেইল আইডি ভুলে গেছি?
জিমেইল আইডি ভুলে গেছি? করণীয় দেখুন?
প্রথমে আপনাকে www.google.com/gmail লিংকে যেতে হবে। এবার Forget Email নামে নিচের দিকে একটা লেখা পাবেন সেটাতে ক্লিক করুন। তারপরের ধাপে দেখবেন, আপনার ফোন নাম্বার বা Recovery ইমেল দিতে বলবে। মনে রাখবেন, আপনি যে ইমেলটি ভুলে গেছেন, সেটার সাথে যে ফোন নাম্বার/ রিকোভারি ইমেল যুক্ত করেছিলেন, সেটাই দিতে হবে।
এবার আপনার নাম দিন। যে নামে জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন। নিচের স্ক্রিনশটে ৩টি ধাপই দেখানো হয়েছে।
এবার আপনার ফোনে কোড পাঠানোর অনুমতি চাবে। তাই, Send এ ক্লিক করুন। দেখবেন, আপনার নাম্বারে কোড গিয়েছে গুগল থেকে। সে কোডটি পরের ধাপে বসান। তারপর Next এ ক্লিক করার পরেই দেখুন ম্যাজিক। আপনার সবগুলো ইমেল দেখতে পারবেন।
Yahoo ইমেইল আইডি ভুলে গেছি? করণীয় কি?
প্রথমে আপনাকে login.yahoo.com লিংকে যেতে হবে। এবার Forget Username নামে নিচের দিকে একটা লেখা পাবেন, সেটাতে ক্লিক করুন। এবার আপনার নাম দিন। যে নামে Yahoo অ্যাকাউন্টটি খুলেছিলেন। তারপরের ধাপে দেখবেন, আপনার ফোন নাম্বারে একটা কোড গিয়েছে।
Yes Send me a code বাটনে ক্লিক করুন। তারপর যে কোডটি পবেন, সেইট কোডটি বাসান। তারপর Continue এ ক্লিক করার পরেই দেখুন ম্যাজিক। আপনার সবগুলো ইমেল দেখতে পারবেন।
Hotmail ইমেইল একাউন্ট ভুলে গেছি? করণীয় কি?
প্রথমে এই login.live.com/login.srf লিংকে যেতে হবে। তারপর Sign-in Options এ ক্লিক করতে হবে। তারপরের ধাপে দেখবেন, Forget my username নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করুন। ৩য় ধাপে আপনার ফোন বা রিকোভারি ইমেল দিন, যেটা দিয়ে এই Hotmail অ্যাকাউন্ট খুলেছিলেন।
এবার আপনার ফোনে দেখবেন একটা কোড গিয়েছে। সেই কোডটা এখানে বসিয়ে Next এ ক্লিক করুন। এবার দেখুন ম্যাজিক, আমার ইমেল দেখাচ্ছে। Sign In এ ক্লি করে সাইন ইন করুন।
Hotmail মূলত, Windows অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অফিস কিংবা মাইক্রোসফ্ট স্টোর ব্যবহার করতে প্রয়োজন হয়। সুতরাং, এটার ইমেল ভুলে গেলে বিশাল মসিবত।