আমরা যখন কোনো মার্কেট থেকে স্মার্টফোন কিনে থাকি তখন কী নিশ্চিত ভাবে বলতে পারি ফোনটি অফিসিয়াল নাকি আন-অফিশিয়াল? যদি উত্তর হয় পারি না। তাহলে, অফিসিয়াল ফোন চেনার উপায় লেখাটি আপনার জন্য জরুরি।
কিছু উপায় অবলম্বন করলেই অফিসিয়াল ফোন কিনা বুঝতে পারা সম্ভব। আজ এই লেখায় আমরা আলোচনা করব অফিসিয়াল ফোন চেনার উপায় নিয়ে।
অফিসিয়াল ফোন চেনার উপায়
অফিসিয়াল ফোন কি?
যে ফোনগুলো ব্যবহার বৈধ সেগুলোকে বলা হয় অফিসিয়াল ফোন। যেগুলো BTRC এর ডাটাবেজে নিবন্ধন করা হয়েছে এবং এর জন্য ট্যাক্স প্রদান করা হয়েছে। সেসব ফোনকে বলে অফিসিয়াল ফোন।
আনঅফিসিয়াল মোবাইল কি?
যে ফোনগুলো ব্যবহার বৈধ নয়, সেগুলোকেই বলা হয় আন-অফিশিয়াল ফোন। যেগুলো BTRC এর ডাটাবেজে নিবন্ধন করা হয় নি এবং এর জন্য ট্যাক্স প্রদান করা হয়নি তাকে আনঅফিসিয়াল মোবাইল বলে। ধরুন, আপনার বাবা বিদেশ থেকে একটা আইফোন পাঠালো এটা আনঅফিসিয়াল ফোন হিসাবেই ধরা হবে।
এবার তাহলে চলুন জানা যাক, অফিসিয়াল ফোন চেনার উপায়গুলো।
১. ম্যাসেজের মাধ্যমে
আপনি যখন কোনো মার্কেট বা শপ থেকে আপনার মোবাইল ফোনটি কিনবেন, তখন সাথে সাথে আপনার চেক করে নেয়া উচিত এটি অফিসিয়াল কিনা। এর জন্য কিছু ধাপ অবলম্বন করতে হবে।
প্রথমত মোবাইল ফোন কিনে আপনার ফোনে সিম কার্ড প্রবেশ করাতে হবে।
ফোনে কিছু টাকা রিচার্জ করে নেবেন।
এরপর আপনার ফোনের ম্যাসেজ অপশনে যান।
সেখানে গিয়ে টাইপ করুন KYD, এরপর স্পেস দিয়ে আপনার মোবাইল ফোনের ১৫ টি কোডের একটি আই. এম. ই. আই. নম্বর আছে। সে নম্বরটি লিখবেন।
এরপর ম্যাসেজটি পাঠিয়ে দেবেন 16002 নম্বরে।
এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি ম্যাসেজ ফেরত আসবে। সেখানে আপনার ফোনটি অফিসিয়াল কিনা সে সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে।
বিশেষ দ্রষ্টব্য- অনেকেই জানেন না যে আই. এম. ই. আই. (IMEI) নম্বর কী। এটি আপনার ফোনের একটি কোড। আপনার ফোনের পিছনের স্টিকারে এটি লেখা থাকে। ফোনের ব্যাটারির উপরও কখনো কখনো লেখা থাকে।
আর যদি এভাবেও না পেয়ে থাকেন তবে আপনার ফোনের কল করার অপশনে যান। সেখানে ডায়াল অপশন থেকে
*#06#
টাইপ করে ডায়াল করলে আপনার ফোনের IMEI নম্বর পেয়ে যাবেন।
অবশ্য বর্তমানে বিভিন্ন অ্যাপের সাহায্যেও এটা চেক করা যায়।
২. স্যামসাং অফিসিয়াল ফোন চেনার উপায়
স্যামসাং ফোন চেক করার জন্য আপনি আরও কিছু উপায় অবলম্বন করতে পারেন।
প্রথমত *#০৬# কোড দিয়ে চেক করতে পারেন ম্যাসেজ অপশনের মাধ্যমে।
আবার, ম্যাসেজ না করে http://www.imei.info/ বা https://www.imei.info/phonedatabase/phones-samsung/ এই ঠিকানায় গিয়ে IMEI কোড লিখে চেক বাটনে ক্লিক করেও দেখতে পারেন ফোনটি অফিসিয়াল কিনা। যদি অফিসিয়াল হয় তবে তার তথ্য আসবে। আর অফিসিয়াল না হলে কিছুই আসবে না।
দ্বিতীয়ত, আপনি এর বাহ্যিক কিছু লক্ষণ দেখেও বুঝতে পারবেন এটি অফিসিয়াল কিনা।
- আসল স্যামসাং ফোনের চারপাশে কোনো রঙ থাকেনা (স্ক্রীন এর চারদিকে চিকনভাবে)। তবে নকল স্যামসাং ফোনের চারদিকে আপনি কালো রঙের দাগ দেখতে পারবেন।
- ফোনের উপরে যেখানে ‘Samsung’ লেখা লোগো থাকে সেখানে হাতের নখ দিয়ে একটু ঘষলেই তা যদি উঠে যায় বা মলিন হয়ে যায় তবে তা অফিসিয়াল নয়। আর, অফিসিয়াল ফোনে কখনো লোগো উঠে যায় না।
- আর একটি বিষয় যা অনেকেই লক্ষ করে না, অফিসিয়াল ফোনে ‘Home Button’ পর্দার নিচে কাছাকাছি থাকে। আর নন-অফিসিয়াল ফোনে তা পর্দার খুব নিচে থাকে।
- বিশেষ চারটি কোড কখনোই নন অফিসিয়াল ফোনে কাজ করে না।
- Service Mood – *#197328640#
- Test Mood – *#0*#
- ADC Reading – *#0228#
- SW Version, PDA, CSC, Modem – *#1234#
এই চারটি কোড টাইপ করলে ফোন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তাই প্রতিক্রিয়া দেখালে বুঝতে হবে মোবাইল ফোনটি অফিসিয়াল। আর প্রতিক্রিয়া না দেখলে বুঝতে হবে ফোনটি নন অফিসিয়াল।
৩. ভিভো অফিসিয়াল ফোন চেনার উপায়
Vivo ফোন আসল কি না তা চেক করার জন্য vivo.com/en/support/IMEI লিঙ্কে প্রবেশ করুন। এরপর সেখান থেকে আপনার ফোনের আই. এম. ই. আই. কোডটি লিখুন। যদি ফোনটি অফিসিয়াল হয়, তবে সেখানে এর তথ্য দেখাবে। আর নন অফিসিয়াল হলে কোনো কিছুই দেখাবে না।
- নন অফিসিয়াল ফোন কিনা তা বুঝতে ফোনের লোগোতে একটু ঘঁষা দিন। যদি দেখেন যে লোগোর একটু চেঞ্জ হয়েছে মানে ফ্যাকাশে বা মলিন হয়ে গিয়েছে তবে বুঝতে হবে ভিভো ফোনটি অফিসিয়াল নয়।
- অফিসিয়াল হলে তাতে সকল প্রকার অ্যাপ থাকবে (আপডেটেড)।
- অফিসিয়াল ফোন থেকে সকল ধরনের সেবা ও সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। নইলে বুঝতে হবে এটি নন অফিসিয়াল।
৪. রেডমি অফিসিয়াল ফোন চেনার উপায়
রেডমি ফোন আসল না নকল তা চেনার জন্য উপরের এই একই উপায় অবলম্বন করতে পারেন।

উপরে একদম প্রথম দেয়া mi.com/global/verify/#/en/tab/imei এই লিঙ্কে গিয়ে সঠিকভাবে ফোনের আই. এম. ই. আই. কোডটি টাইপ করে Verify বাটনে ক্লিক করে চেক করুন।
আর একটা কথা মনে রাখবেন। এটা শুধু রেডমি নয় বরং সকল ফেনের ক্ষেত্রেই লক্ষ করা জরুরী। যদি দেখেন যে ফোনের দাম কম রাখা হচ্ছে তবে খুবই দ্রুত এর অফিসিয়ালিটি চেক করে নিন। কারণ, সামান্য কিছুটা ছাড় কখনো কখনো দিতেই পারে। তবে সবসময় নয়। আর যদি খুব বেশিই ছাড় দেয়া হয়, তবে তা সন্দেহের তালিকায় পড়ে যায়।
- ফোন অফিসিয়াল হলে তা থেকে আপনি সকল প্রকার সেবা পেতে পারবেন। কারণ নন অফিসিয়াল ফোনে কখনো সেবামূলক কোডগুলো কাজ করে না। যা ইতোমধ্যে স্যামসাং এর ধাপে উল্লেখ করা হয়েছে।
- রেডমি ফোনের অফিসিয়ালিটি চেক করতে এর আপডেট গুলো দেখুন। কারন, এটি অফিসিয়াল হলে এতে সকল ধরণের আপডেটেড অ্যাপ পাবেন।
৫. রিয়েলমি অফিসিয়াল ফোন চেনার উপায়
রিয়েলমি ফোন অফিসিয়াল কিনা তা যাচাই করার জন্য আপনি আপনার ফোনের আই. এম. ই. আই. কোডটি লিখে চেক করতে পারেন। এতে উপরের গুলোর মতোই ফলাফল আসবে। realme.com/global/support/phonecheck লিঙ্কে ক্লিক করুন।
- একটি খালি বাক্স দেখতে পাবেন।
- এরপর সেখানে আপনি আপনার ফোনের আই. এম. ই. আই. কোডটি লিখবেন।
- অতঃপর চেক বাটনে ক্লিক করলে আপনি ফোনটও অফিসিয়াল কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
- নকল ফোনের লোগোতে হালকা একটু ঘঁষা দিলেই তা ফ্যাকাশে হয়ে যাবে।
- এর দাম তুলনামূলক প্রচুর কম রাখবে।
- ফোনটি যদি অফিসিয়াল হয় তবে এতে সব ধরণের আপডেট ভার্সন থাকবে।
- অফিসিয়াল ফোনের স্ক্রীন তুলনামূলক একটু বেশিই উজ্জ্বল থাকবে। আর ফোন যদি নন অফিসিয়াল হয় তবে তার স্ক্রীন এর উজ্জ্বলতা প্রাণবন্ত দেখায় না।
পরিশেষে
এই লেখায় প্রতিটি ফোন অফিসিয়াল কিনা তা যাচাই করার উপায় দেখানো হয়েছে। ফোন কেনার সময় অবশ্যই চেক করবেন যে এটি অফিসিয়াল কি না। আশা করি লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এর মাধ্যমে এখন থেকে অফিসিয়াল ফোন চিনতে পারবেন।