আমরা রাউটারের নাম নিশ্চয়ই শুনেছি। আজ আমরা আলোচনা করব টেন্ডা রাউটার নিয়ে। এই লেখায় টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
লেখার সূচিপত্র
রাউটার কী?
আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করি। আর ইন্টারনেটের সাথেই এই রাউটার নামক জিনিসটি সংযুক্ত থাকে। রাউটার হলো এক প্রকারের নেটওয়ার্ক হার্ডওয়্যার (Network Hardware)। ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল।
এদেরকে আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মতো যেকোনো ডিভাইসেই সংযুক্ত করতে পারবেন। রাউটারের কাজ হলো এক স্থান থেকে ইন্টারনেটকে অন্য একটি রাউটারের মাঝে প্রবাহ করে দেয়ার মাধ্যমে স্থানান্তরিত করা। মূলত এর কারনেই আমরা বাসা-বাড়িতে ওয়াই-ফাই লাইন নিয়ে সেখান থেকে একই মূল্যে আনলিমিটেড ডাটা খরচ করতে পারি।
রাউটারের প্রকারভেদ
রাউটারের মাঝেও বেশ কয়েকটি প্রকারভেদ আছে। বর্তমানে পকেট রাউটার খুব জনপ্রিয়। পকেট রাউটার কিভাবে কাজ করে? যাইহোক রাউটারের ৫টি ধরনে পাবেন। যথা:
- ব্রডব্যান্ড রাউটার (Brod Brand Router)
- ওয়ারলেস রাউটার (Wireless Router)
- কোর রাউটার (Core Router)
- এডজ রাউটার (Edge Routers)
- ভার্চুয়াল রাউটার (Virtual Router)
টেন্ডা রাউটার
রাউটার গুলোর মাঝে টেন্ডা রাউটার একটি জনপ্রিয় নাম। আপনি যদি আপনার মোবাইল ফোনের সাথে সংযোগ করতে চান তবে এটা ব্যবহার করতে হবে। এটি অর্থাৎ Tenda AC23 Router ই এর জন্য বেশি উপযুক্ত।
একটি পারফেক্ট রাউটার এর মাঝে যে সকল ফিচারগুলো থাকা দরকার, যেগুলো না থাকলে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে তার সবগুলোই এর মধ্যে উপস্থিত। সবগুলো ফিচার উপস্থিত থাকার কারণে একে বলা হয় আদর্শ রাউটার। এটি আপনি সব জায়গায় কিনতে পেয়ে যাবেন। এর দাম পড়বে ৩ হাজার টাকার মধ্যে। এর সাথে আপনি পেয়ে যাবেন ১ বছরের ওয়ারেন্টি।
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন কথা আসলে ২ ধরণের পাসওয়ার্ড পরিবর্তনের বিষয় চলে আসে। যথা:
- রাউটারের এডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন।
- ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন।
যাইহোক, চিন্তা করতে হবে না। আজকের লেখায় আমরা ২ ধরণের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম জানবো।
টেন্ডা রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
আপনি যদি আপনার মোবাইল ফোনে এটি ব্যবহার করে থাকেন, তবে যেকোনো কারণে পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হতেই পারে। তো অনেকেই জানেন না যে কীভাবে টেন্ডা রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। এখানে টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন এর টিউটোরিয়াল দেয়া হলো।
প্রথমত, রাউটার চালু করুন। রাউটারকে অবশ্যই আপনার সেট করা ওয়াই-ফাই এর সাথে কানেক্ট করে নিতে হবে। সাধারনত এটা যখন ব্রডবেন্ড কানেকশন নিবেন তখন করে দিবে। এরপর কিছু ধাপ অবলম্বন করতে হবে তারপর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন।
নিচে স্ক্রীনশট সহ টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন টিউটোরিয়াল দেয়া হলো। প্রথমেই টেন্ডা রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার মোবাইল ফোন বা যে ডিভাইস এর সাহায্যে এটা ব্যবহার করছেন সে ডিভাইসে ওয়াই-ফাই সংযোগ বা কানেক্ট করে নিন।
আপনি ক্রোম বা যেকোন ব্রাউজারে 192.168.0.1 লিখে সার্চ করে সরাসরি সেখান থেকে লগ ইন করুন। সেখানে ধাপ-১ এর স্ক্রিনশটের মত username এবং password চাইবে তা সঠিকভাবে পূরণ করে লগ ইন করুন। আপনি যদি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন না করেন তাহলে username দিবেন admin এবং পাসওয়ার্ড দিবেন admin । এটা পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম একটু পরে দেখাচ্ছি।
এখন আপনি পেজের একদম কর্ণারে থ্রি লাইন অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন ধাপ-২ এর স্ক্রিনশটের মত। এখানে ক্লিক করার মধ্য দিয়েই মূলত পাসওয়ার্ড পরিবর্তন করার মূল ধাপ শুরু হবে।
এরপর আপনি Wireless Settings নামে আরও একটি অপশন দেখতে পাবোন। সেখানে কয়েকটি অপশন এর মধ্যে থেকে এতেই ক্লিক করতে হবে ধাপ-৩ এর স্ক্রিনশটের মত।
Wireless Settings এ ক্লিক করার পর কিছু ডিটেইলস অপশন দেখবেন। একদম নিচের Password অপশন থেকে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। সেখানে আপনি আপনার দেয়া নতুন পাসওয়ার্ডটি টাইপ করুন। ধাপ-৪ এর স্ক্রিনশটের মত।
এই ধাপ সম্পন্ন গেলে এবার শুধু পাসওয়ার্ড সেভ করার পালা। এরপর স্ক্রল করে Ok বাটন দেখতে পাবেন। সেখানকার Ok বাটনে ক্লিক করে দেবেন। ব্যস, হয়ে গেল টেন্ডা রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন। ধাপ-৬ এর স্ক্রিনশটের মত।
টেন্ডা রাউটারের এডমিন পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
এবার আসুন এডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করা শিখি। আপনি ক্রোম বা যেকোন ব্রাউজার থেকে 192.168.0.1 লিখে সার্চ করে সরাসরি সেখান থেকে লগ ইন করুন। যদি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন না করেন তাহলে username দিবেন admin এবং পাসওয়ার্ড দিবেন admin ।
এবার উপরে যে ৩টা লাইন আছে সেখানে ক্লিক করুন। তারপর Administration এ ক্লিক করুন।
এবার Old Password এর জায়গায় admin দিন এবং New Password এর জায়গায় নতুন আপনার পছন্দমত পাসওয়ার্ড দিন। একই পাসওয়ার্ড আবার Repeat New Password এ দিন। এবার OK ক্লিক করুন। অভিন্দন আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গিয়েছে।
পরিশেষে
এই লেখাতে সহজভাবে দেখানো হয়েছে কীভাবে টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আশা করি লেখাটি দ্বারা আপনারা উপকৃত হবেন। যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।