মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপগুলো সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বাসা জুড়ে বড় স্ক্রিনের এলইডি টিভি আছে দেয়ালে সাটানো, টিভি দেখার ভালো প্লেস আছে, কিন্তু সমস্যা হচ্ছে, আপনি নিজে তো আর সারাক্ষণ বাসায় নেই।
আপনি পথে ট্রাফিক জ্যামে বসে আছেন, কিংবা অন্য কোন কাজে ক্লাসে-অফিসে, কিন্তু তখন বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা চলছে, আপনি লাইভ সে খেলা দেখতে পারছেন না। এমন সময় আপনি বসে বসে বাসার ড্রয়িং রুমের টিভির কথা ভাবলেই তো হচ্ছে না। এই মুহুর্তে একমাত্র সমাধান মোবাইলে লাইভ টিভি অ্যাপস।
আবার ধরুন, বাসার টিভিতে আপনি খেলা দেখছেন, কিংবা ভিন্ন কিছু, আপনার সহধর্মিণী গোঁ ধরে বসেছেন সিরিয়াল দেখবেন, কিংবা বাচ্চার জন্য কার্টুন চ্যানেল, কিন্তুু আপনার খেলা হলো লাইভ খেলা, এদিকে টিভি তো একটাই। ঝটপট সমাধানে এই মুহুর্তে আপনার একমাত্র সমাধান স্মার্টফোনের মোবাইল টিভি অ্যাপস।
আরও পড়ুন: স্মার্ট টিভি কেনার আগে কি কি করণীয়?
২০০৭ সালের দিকে প্রথম মোবাইলে টিভি দেখার সুবিধা চালু হয়। নিজের প্রিয় কোন অনুষ্ঠান, শো, সিরিয়াল, ড্রামা সিরিজ কোন কিছুই আপনি মিস করছেন না বাইরে থাকলেও কিংবা ইলেক্ট্রিসিটি ডিসকানেকটেড হলেও যদি আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ডাটা ব্যালেন্স থাকে। আপনি যেখানেই থাকেন মোবাইল টিভি অ্যাপসগুলোর মাধ্যমে সব সময়ই পাবেন টিভি দেখার সুবিধা। আগে যদিও শুুধু বিটিবি দেখার সুবিধা পাওয়া যেতো এখন ডিসের প্রায় অধিকাংশ চ্যানেল দেখা যায়।
মোবাইলে টিভি দেখার জন্য নানা ধরনের অ্যাপস ব্যবহার করা হয়। গুগল প্লে-স্টোরে আপনি অনেক অনেক এ্যাপস পাবেন, কিন্তু কথা হচ্ছে এগুলোর মধ্যে কোনটা আপনাকে সর্বোচ্চ ভালো সুবিধা দিচ্ছে? মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ কোনগুলো? যেখানে অসুবিধা ছাড়া, কানেকশন প্রবলেম ছাড়া নিশ্চিতভাবে মোবাইলে টিভি দেখতে পারবেন।
লেখার সূচিপত্র
মোবাইমোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইলে টিভি দেখার অসংখ্য অ্যাপসগুলোর মাঝে জনপ্রিয় দশটি অ্যাপ নিয়ে আজ আমরা কথা বলবো। যেন প্রয়োজনে আপনি কোনরকম ঝামেলায় ছাড়াই উপভোগ করতে পারেন মোবাইলে টিভি দেখা। লোডিং স্পিড ভালো, বাফারিং সমস্যা নেই, এমন কিছু ঝামেলাবিহীন এ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো-
১. সময় টিভি লাইভ
বাংলাদেশের জনপ্রিয় খবরের চ্যানেলের মধ্যে একটি। এদের টিভি লাইভ আপনি ইউটিউবে দেখতে পারবেন। এছাড়া, গুগল প্লে-স্টোরে সময় টিভি লাইভ অ্যাপ রয়েছে। সেটা ডাউনলোড করেও লাইভ টিভি দেখতে পারেন।
২. লাইভ টিভি ইউটিউব
ইউটিউবে অনেকগুলো চ্যানেল লাইভ দেখা যায়। আমি নিচে প্রতিটি টিভির ইউটিউব লিংক যুক্ত করে দিলাম। ক্লিক করলেই আপনাকে চ্যানেলে নিয়ে যাবে।
- যমুনা টিভি লাইভ
- গাজী টিভি লাইভ
- NTV LIVE
- এশিয়ান টিভি লাইভ
- চ্যানেল 24 লাইভ
- DBC NEWS Live
- এবিপি আনন্দ লাইভ টিভি
৩. Bioscope Live TV
মোবাইলে টিভি দেখার সর্বপ্রথম বাংলাদেশি অ্যাপ হচ্ছে Bioscope Live TV. এই অ্যাপটি ডেভেলপড করেছে বাংলাদেশের সিম কোম্পানি গ্রামীণফোন। Bioscope Live TV এর একটি বিশেষ সুবিধা হচ্ছে এটি আপনি ডেস্কটপ ল্যাপটপ সবখানে দেখতে পারবেন। এই সফটওয়্যারের বাফারিং সমস্যা তো নেই-ই, স্পিডটাও চমকপ্রদ। আপনি এখানে একসাথে লোকাল, ইন্টারন্যাশনাল সব চ্যানেলই দেখতে পাবেন। প্রয়োজনে সার্চ বারে সার্চ করে বসে যেতে পারেন যে কোন মুভি দেখতে।
Bioscope Live TV এর ফিচার, মেনুবারের সাজসজ্জা, ভালো লোডিং স্পিড সব কিছু মিলিয়ে মোবাইলে টিভি দেখার একটি চমৎকার অ্যাপ হিসেবে আপনাকে Bioscope Live TV সাজেস্ট করতেই পারি।
৪. Bongo লাইভ টিভি
বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত মোবাইল টিভি হচ্ছে Bongo। এটি অনেক সমৃদ্ধ একটি বিনোদন এলাকা। এখানে নিত্য নতুন ওয়েব সিরিজ,নাটক, মুভি, আপলোড হচ্ছে দর্শকদের কথা ভেবে।
তবে, একটি অসুবিধা হচ্ছে মাঝে মাঝে কিছু জিনিস প্যাকেজ কিনে দেখতে হয়। তবে এতে ঘাবড়ার কিছু নেই করণ বিশেষ কিছু বা অল্প সংখ্যক জিনিসের জন্যই এই সাবসক্রাইভ বা প্যাকেজ ক্রয়ের শর্ত থাকে। তাছাড়া বাদবাকি ১৫০০০ এরও বেশি কন্টেন্ট এবং লাইভ চ্যানেল সবসময়ই বিনামূল্যে কেবল নেট কানেকশান ভিত্তিক।
৫. Toffee লাইভ টিভি
মোবাইলে টিভি দেখার আরো একটি চমৎকার অ্যাপ হচ্ছে Toffee. এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে সিম কোম্পানি বাংলালিংক। এখানে আপনি উপভোগ করতে পারবেন লোকাল, ইন্টারন্যাশনাল ১০০টিরও বেশি চ্যানেল, বিভিন্ন নাটক, মিউজিক, সিরিজ, মুভি।
এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আরও একটি চমকপ্রদ সুবিধা হলো চাইলে আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন নিজে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে। Toffee এ্যাপটিতে বিনামূল্যে আপনি চ্যানেলগুলো দেখতে পারেন এর জন্য নির্দিষ্ট কোন প্যাকেজ কেনার প্রয়োজন পড়ে না। এই বিনামূল্যে মোবাইলে টিভি দেখার অ্যাপগুলোর মধ্যে Toffee সেরা। এর ফিচারগুলোও যথেষ্ট গোছানো। মোবাইলে টিভি দেখার প্রযোজনে এখনই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন Toffee এ্যাপটি। আর টিভি দেখতে থাকুন উইথদ্যাউট এনি বাফারিং, লোডিং, এন্ড কানেকশান লুজিং প্রবলেম।
৬. Binge লাইভ টিভি
এন্ড্রয়েডে মোবাইল টিভি সফটওয়্যার হিসেবে আরও একটি উল্লেখ্য অ্যাপস হলো Binge। Binge অ্যাপস এ তিন হাজারের বেশি ওয়েব সিরিজ, নাটক, শর্টফ্লিম, মুভি, ডকুমেন্টারি ইত্যাদি কালেকশন আছে। অনেকেই মোবাইলে টিভি দেখার ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন।
লাইভ চ্যানেল দেখার পাশাপাশি ক্ল্যাসিকাল মিউজিক শো দেখতে পাবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এক্সট্রা কিছু ফিচারের ক্ষেত্রে সাবসক্রিপশান এবং প্যাকেজ ক্রয়ের সিস্টেম আছে এখানেও।
৭. JagoBd Bangla TV(Official)
Jagobd.com ওয়েবসাইটের ডেভলপকৃত একটি মোবাইল টিভি এ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো JagoBd Bangla TV(Official)। Jago bd হচ্ছে একটি বিশাল টিভি চ্যানেল এবং নিউজ সোর্স। এখানে আপনি লাইভ চ্যানেল দেখার পাশাপাশি সব ধরনের নিউজ দেখতে পাবেন। যার জন্য আপনাকে কোন পয়সা খরচ করতে হবে না।
JagoBd Bangla TV(Official) বএ্যাপটিতে সাইন ইন বা সাবসক্রিপশান ঝামেলা ছাড়াই আপনি লাইভ খেলাধুলা, টিভি চ্যানেল সব দেখতে পাবেন। এখানকার ফিচারগুলো ও দারুণভাবে সৃজনকৃত যেটা আপনার কাছে আরও উপভোগ্য।
৮. Airtel tv plus
Airtel TV + এ্যাপ এয়ারটেল সিম ইউজারদের জন্য প্রযোজ্য। এটি সিম কোম্পানি এয়াটেলেরই ডেভলপ করা একটি মোবাইল টিভি অ্যাপ। এতে আছে সব ধরনের বিনোদন কন্টেট দেখার সুযোগ।
সরাসরি লাইভ খেলা, লাইভ চ্যানেলগুলো দেখার ক্ষেত্রে Airtel TV + সুবিধাজনক। তবে এর একটি অসুবিধা আছে সেটা হলো রেজিষ্ট্রেশন করে তারপর দেখতে হয়, তবে এতো চিন্তার কিছু নেই কারণ সাবসক্রিপশন ফি খুবই স্বল্প। রেজিস্ট্রেশন করে নিলেই আপনি উপভোগ করতে পারবেন নানা দেশের নানান ভাষার কন্টেট। এর ফিচারগুলো সাদামাটার উপরে ভালোই। Airtel TV + এর আরেকটি ভালো দিক হলো বিজ্ঞাপনের ঝামেলা কম।
![মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ [১০টি] 1 মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ](http://projuktibidda.com/wp-content/uploads/2022/03/মোবাইলে-টিভি-দেখার-সেরা-অ্যাপ.jpg)
৯. Robi tv app
রবি ইউজারদের জন্য রবি সিমের লঞ্চ করা বিশেষ এন্ড্রয়েড টিভি এ্যাপ হচ্ছে রবি টিভি এ্যাপ। এখানে আপনি যে কোন ধরনের লাইভ খেলা দেখতে পারবেন আপনি। খেলাধুলার পাশাপাশি বাংলাদেশি টিভি নাটক, সিনেমা, ওয়েব সিরিজ দোখতে পারবেন।
তবে রবি টিভি এ্যাপে টিভি দেখার জন্য আপনাকে রবি ইন্টারনেট প্যাক ব্যববহার করতে হবে এবং সাবস্ক্রিপশানের মাধ্যমে সদস্য হতে হবে।
১০. Yupp TV
Yupp TV একধরনের মোবাইল সফটওয়্যার। মোবাইলে টিভি দেখার ক্ষেত্রে এটি অনেক ব্যবহৃত হয়ে থাকে। এখানে আপনি উপভোগের জন্য সব ধরনের কন্টেন্ট পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফিচার পাবেন এবং স্লো নেট কানেকশানেও Yupp TV অ্যাপসটি ভালো সার্ভিস দেয়।
Yupp TV এর সীমাবদ্ধতা হচ্ছে এটি আপনি ফ্রি তে পাবেন না। মান্থলি সাবসক্রিপশানের মাধ্যমে আপনি এটির কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন।
পরিশেষে
উল্লেখ্য এই জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দিয়ে আপনি টিভি দেখতে পারেন খেলা, লাইভ শো, সিরিয়াল, সিরিজ, মুভি সব কিছুর প্রয়োজনে। এই আর্টিকেল পড়ে আপনি চয়েজ করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত মোবাইল টিভি অ্যাপ। এখনই প্লে স্টোর থেকে নামিয়ে নিন আপনার পছন্দসই যেকোন একটি টিভি এ্যাপ্লিকেশন।
নেট কানেকশন নিশ্চিত করে আপনার এন্ড্রয়েড ফোন নিয়ে বসে পড়ুন টিভি দেখতে, যখন যেখান থেকে খুশি। আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাজে আসবে, এখন থেকে মিস হচ্ছে না আর কোন পোগ্রাম। আমরা এখানে, মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপগুলো নিয়েই কেবল আলোচনা করেছি। বোনাস হিসাবে আপনাদারেকে দিচ্ছি BDCAST নামে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপটি।