ইউটিউবের নাম আমরা সবাই জানি। এটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। আজকের লেখায়, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে কথা বলবো।
কোনো ভিডিও দেখার প্রয়োজন হলেই, সার্চ করি ইউটিউবে। আর এখান থেকে কম বেশি ভিডিও ডাউনলোডও করে থাকি (তা ইউটিউবের ভেতরেই থাকে)। তবে এখানে থাকা সব ভিডিও চাইলেই ডাউনলোড করা যায় না। তবে, আপনি এসব ভিডিওকে আপনার গ্যালারিতে বা ভিডিওর অ্যাপে ডাউনলোড করে রাখতে পারেন। আজ এরকম ৫ টি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এর কথাই বলব।
এখানে ৩টি হলো মোবাইলের সফটওয়্যার এবং ২টি হলো কম্পিউটারের সফটওয়্যার।
লেখার সূচিপত্র
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
১. Vidmate (মোবাইল)
বর্তমানে প্রায় সব মানুষই এটি ব্যবহার করেন। এর মাধ্যমে আপনি ইউটিউবের সব ভিডিও ডাউনলোড করতে পারবেন। এমনকি নির্দিষ্ট একটি Mood মানে আপনি শুধু অডিও চাচ্ছেন নাকি ভিডিওসহ ডাউনলোড করতে চাচ্ছেন তাও নির্ধারণ করতে পারবেন। এর জন্য আপনাকে তেমন কিছুই করতে হয় না।
শুধুমাত্র আপনি কোন ভিডিও ডাউনলোড করতে চান তা সার্চ দিয়ে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ আপনি প্লে স্টোরে পাবেন না। নিচে ডাউনলোড করার জন্য লিংক দিয়ে দিচ্ছি।
এখানে কীভাবে Vidmate দিয়ে ভিডিও ডাউনলোড করবেন তার একটি টিউটোরিয়াল দেখানো হলো। প্রথমে উপরের লিংকে গিয়ে Vidmate অ্যাপটি ইনস্টল করুন। এবার অ্যাপে গিয়ে উপরে সার্চ বাটন দেখতে পাবেন। আপনি কী বিষয়ে ভিডিও ডাউনলোড করতে চান, তা লিখে সার্চ করুন।

এবার কোন ভিডিওটি ডাউনলোড করতে চান, তাতে ক্লিক করুন। এখানে লাল রঙের ডাউনলোড চিহ্নে ক্লিক করে অডিও চান নাকি ভিডিও তা সিলেক্ট করে কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করুন।

ব্যাস, এবার এটা ইনস্টল হয়ে যাবে এবং এটি আপনার গ্যালারিতে বা মেমোরি কার্ডে দেখতে পাবেন।
সুবিধা
- এই অ্যাপের মাধ্যমে আপনি সব ভিডিওই ডাউনলোড করতে পারবেন।
- আপনি কত ফাইল সাইজের ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তাও নির্ধারণ করতে পারবেন।
- ভিডিও বা অডিও ডাউনলোড করা যায়।
- এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কোনো কঠিন ধাপ পেরোতে হয় না।
- Vidmate থেকে ভিডিও লো কোয়ালিটি বা হাই কোয়ালিটি যেকোনোভাবেই ডাউনলোড করা সম্ভব।
- এখান থেকে ইউটিউব ছাড়া অন্য মিডিয়ার ভিডিও ডাউনলোড করা যায়।
অসুবিধা
- কখনো কখনো ডাউনলোড করার পর ভিডিওটি নাও আসতে পারে মানে, ডাউনলোড নাও হতে পারে (তবে এমনটা মাঝে মাঝে হয়)।
- এড আসতে পারে একটু পর পর।
২. TubeMate (মোবাইল)
বর্তমানে আরও একটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে টিউবমেট। এর মাধ্যমেও আপনি যেকোনো ভিডিও সহজেই ডাউনলোড করতে পারবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, ডেইলি-মোশন সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি আপনার পছন্দমতো সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন এই টিউবমেট থেকে।
সুবিধা
- TubeMate এর মধ্যে একটি Multi Threaded ইঞ্জিন আছে। এর সাহায্য নিয়ে আপনি ডাউনলোড স্পীড-কে বাড়িয়ে নিতে পারেন। এমনকি ৫০০ গুণ পর্যন্ত।
- আপনি এর মাধ্যমে ইউটিউবের যেকোনো ভিডিওর কেবলমাত্র অডিও ভার্সনটুকুও ডাউনলোড করতে পারবেন।
- TubeMate সফটওয়্যার এর মাধ্যমে আপনি একসাথে একাধিক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
অসুবিধা
- কখনো ডাউনলোড করার পরও Error Option আসতে পারে।
- এড আসে একটু পর পর
৩. Freemake Video Downloader (কম্পিউটার)
এই সফটওয়্যারটিও বর্তমানে প্রচুর পরিমাণে জনপ্রিয়। এর ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৯৩ মিলিয়ন এর বেশি। আপনি ইউটিউবের যেকোনো ভিডিও এক সাহায্যে ডাউনলোড করতে পারবেন। এটা কম্পিউটারের সফটওয়্যার, তাই যারা কম্পিউটারের মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুঁজছেন, তারা এটি ব্যবহার করতে পারেন।
সুবিধা
- এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ভিডিও ডাউনলোড করার গতি খুবি দ্রুত।
- এটি ১ ঘন্টা সময়ের কোনে ভিডিও ডাউনলোড করতে সময় নেয় ২ মিনিট। অর্থাৎ ২ ঘন্টার ভিডিওর জন্য ৪ মিনিট।
- এর মাধ্যমে আপনি HD, MP3, AVI, FLV, MP4, 3GP এই সব সাইজের ভিডিও ডাউনলোড করা যায়।
- সব ভিডিওকে High Regulation Formate এ ডাউনলোড করা সম্ভব।
- এর সাহায্য নিয়ে একসাথে অনেকগুলো ভিডিও ডাউনলোড করা যায়।
- এর মাধ্যমে Full HD ভিডিও ইনস্টল করা যায়।
অসুবিধা
- এখানে কখনো কখনো ডাউনলোড করার পরও Error দেখাতে পারে।
- এখানে মাঝে মাঝে প্রচুর এড আসে।
- এড আসাটা খুব বিরক্তিকর। তাই এড রিমুভ করতে পে করার দরকার হতে পারে।
৪. Gihosoft TubeGet (কম্পিউটার)
আপনি যদি উপরে দেখানো উপায় বদলে অন্য একটি বেছে নিতে চান তবে, আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করার কথা বলব। এই সফটওয়্যারটিও বর্তমানে প্রচুর জনপ্রিয়। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনার শুধুমাত্র ইন্টারনেট সংযোগ এর দরকার। বাকিটা খুবই সহজ।

সুবিধা
- আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে সব ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- High HD Regulation Formate এ ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- MP4, MP3 এসব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- আপনি কেবলমাত্র কোনো একটি ভিডিওর URL link ব্যবহার করেই ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- আপনার স্মার্টফোন এমনকি পিসি-তেও এর সাহায্য নিয়ে ভিডিও ইনস্টল করতে পারবেন।
অসুবিধা
- কখনো ভিডিও ডাউনলোড করার পর Error দেখাতে পারে।
- কখনোবা ভিডিও ডাউনলোড করার জন্য High Regulation সাপোর্ট নাও করতে পারে।
৫. InsTube (মোবাইল)

এটিও অন্য একটি জনপ্রিয় সফটওয়্যার। এর ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি। আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই যেকোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনি যদি এই সফটওয়্যার এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে চান তবে আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই বাকিগুলোর মতো (উপরে যে সফটওয়্যার দেখানো হয়েছে সেগুলোর মতো) উপায়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আর এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো এই সফটওয়্যার এর সাহায্যেও ভিডিও ডাউনলোড করার গতি অনেক বেশি। তাই ধৈর্যহীন হতে হয় না।
সুবিধা
- যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
- এম. পি. থ্রি. এবং এম. পি. ফোর. এই সব ধরনের ভিডিও ইনস্টল করা যায়।
- এখান থেকে অডিও ডাউনলোড করতে পারবেন।
- এখান থেকে যেকোনো মুভিও ডাউনলোড করতে পারবেন।
- এটি এক ধরনের Browser এর মতো করে কোনো গ্রাহককে সেবা প্রদান করে থাকে।
অসুবিধা
- কখনো কখনো ডাউনলোড করার পর ভিডিওটি Error দেখাতে পারে।
- একটু পর পর এড আসে।
- অ্যাড আসার কারণে বিরক্তবোধ হয়।
- এড রিমুভ করার জন্য সাবস্ক্রিকশন এর প্রয়োজন পড়তে পারে।
পরিশেষে
এই লেখায় ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার, এর সুবিধা ও অসুবিধা, এদের ডাউনলোড করার লিঙ্ক সবকিছু সহজভাবে লেখা হয়েছে। আশা করি আপনাদের কাছে লেখাটি ভালো লাগবে এবং কাজে আসবে। আর, যারা মোবাইলে টিভি দেখতে চান তারা, মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ [১০টি] লেখাটি পড়তে পারেন।