জিডিপি নামটা আমরা সবাই শুনেছি বা বইয়ে পড়েছি। আজ আমরা আলোচনা করব, জিডিপি কিভাবে হিসাব করা হয় সে সম্পর্কে। জিডিপি কিভাবে হিসাব করা হয় এটা জানার পাশাপাশি GDP সম্পর্কে আরও চমৎকার কিছু তথ্য জানবো আজকে আমাদের লেখায়।
লেখার সূচিপত্র
জিডিপি কী?
প্রথমেই আমাদের জানতে হবে জিডিপি কী। জিডিপি (GDP) এক ধরনের পরিমাপক। তবে, দৈর্ঘ্য, প্রস্থ বা লিটার এ ধরনের নয়। কোনো একটি দেশের যে অর্থনীতি তার অর্থনৈতিক কার্যকলাপ থাকে। আর এই অর্থনৈতিক কার্যকলাপের পরিমাপকই হলো জিডিপি। জিডিপির মানে মোট দেশজ উৎপাদন।
যখন একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ বা দৃশ্যপট/ চিত্র দেখার প্রয়োজন পরে, তখন তা এই জিডিপির সাহায্যেই করা হয়। এই যেমন পদ্মা ব্রিজের কথায় ধরুন! পদ্মা ব্রিজ কি জিডিপিতে কোন অবদান রাখবে? জানি, এই উত্তর আপনার মাথায় এখন আসবে না। তবে, এই লেখাটি পড়ার পর অন্তত বুঝতে পারবে, কিরকম অবদান রাখতে পারে।
জিডিপির এই নিয়ম কখন থেকে?
জিডিপির এই হিসাব খুব বেশি পুরোনো নয়। মূলত, ১৮ শতকের শেষের দিক থেকেই এর সূচনা বলেই ধারনা করা হয়ে থাকে। তবে তখন এর ধারনা খুব পরিষ্কারভানে সামনে আসেনি। ধীরে ধীরে ১৯৩৪ সালের মাথায় এর ধারনাটি স্পষ্ট হয়। এটা হলো আধুনিক জিডিপি।
এই ধারনাটি সামনে নিয়ে আসেন Symon Quznets ( সাইমন কুজনেটস্ )। তিনি ছিলেন একজন আমেরিকান অর্থনীতিবিদ। এরপর ১৯৪৪ সালে যখন ‘ব্রেটন উডস্ সম্মেলন’ হয়, তখন জিডিপিকে স্বীকৃতি দেয়া হয়। বলা হয় জিডিপি তখন থেকে একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ এর পরিমাপক।
জিডিপির সংজ্ঞা?
কোনো একটি দেশে, কোনো একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সেই দেশের মধ্যে উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সকল ধরনের সকল পন্য, আর পরিষেবার যে মোট আর্থিক মূল্য পাওয়া যায়। সেই আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। আর এই জিডিপি হিসাবের নির্দিষ্ট সময়টিকে সাধারনত এক বছর সময় ধরা হয়।
আরেক ভাবে বলা যেতে পারে, যেকোনো দেশে এক বছরের মধ্যে উৎপন্ন হওয়া সকল ধরনের দ্রব্য এবং তৈরি হওয়া সকল পন্য ও তা দ্বারা সেবার যে সমষ্টি, তাকেই বলে জিডিপি।এখন আসি জিডিপি কিভাবে হিসাব করা হয় সে ধারনায়।
জিডিপি কিভাবে হিসাব করা হয়
কোনো একটি দেশের জিডিপি হিসাবের সময় তিনটি জিনিস মূখ্য ভূমিকা পালন করে। এগুলো হলো:
- আয়
- ব্যায়
- উৎপাদন পদ্ধতি
জিডিপি কী শুধুমাত্র দেশজ উৎপাদন থেকে হিসাব করা হয়?
এটার উত্তর অনেকের হ্যাঁ মনে হতে পারে। তবে জিডিপির হিসাব শুধুমাত্র দেশজ উৎপাদনের উপর নির্ভরশীল নয়। বরং দেশে যদি বিদেশ থেকেও কোনো কিছু আমদানি করা হয়, তা বাজারে উঠনো হয়, তা দিয়ে মানুষের মাঝে সেবা প্রদান করা হয়, তবে তার হিসাবও জিডিপির হিসাবে আওতাভুক্ত হবে।
জিডিপির হিসাবের একটি উদাহরন
ধরুন, ২০২২ সালে বাংলাদেশে উৎপাদন হলো ২০০ কেজি চাল এবং এই ২০০ কেজি চালের প্রতি কেজির মূল্য ৭০ টাকা করে। আর এই একই বছরে বাংলাদেশে ১৫০ কেজি গম উৎপন্ন হলো। ১ কেজি গমের মূল্য ধরা হলো ৫০ টাকা করে। এখন তাহলে বাংলাদেশের এখানে এসে জিডিপি দাঁড়ায়:
- চাল = ২০০ × ৭০ = ১৪০০০ টাকা
- গম = ১৫০ × ৫০ = ৭৫০০ টাকা
- মোট = ১৪০০০ + ৭৫০০ = ২১৫০০ টাকা
কিন্তু, দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের ২০২২ সালে প্রয়োজন মোট ৩০০ কেজি চাল এবং ২০০ কেজি গম। তাহলে, বিদেশ থেকে নিশ্চয়ই আমদানি করতে হবে। এক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতে গেলে ৫০ কেজি চাল ৮০ টাকা কেজি করে আমদানী করলো। এর সাথে ৫০ কেজি গম আমদানি করলো এবং তার কেজি নিল ৬০ টাকা করে। তাহলে, এবার বাংলাদেশের চূড়ান্ত জিডিপি নির্ধারণ করা হল এটা-
- চাল = ৫০ × ৮০ = ৪০০০ টাকা
- গম = ৫০ × ৬০ =৩০০০ টাকা
- মোট = ৪০০০ + ৩০০০ = ৭০০০ টাকা
- জিডিপি = ২১৫০০ – ৭০০০
- ১৪৫০০ টাকা
জিডিপি হিসাব করার নিয়ম
জিডিপি প্রধানত চারটি ভাবে হিসাব করা যায়।
- নমিনাল জিডিপি (Nominal GDP)
- রিয়াল জিডিপি (Real GDP)
- গ্রোথ রেট জিডিপি (Growth Rate GDP)
- জিডিপি পার ক্যাপিটা (GDP Per Capita)
জিডিপি কিভাবে হিসাব করা হয় যে ৪টি ধাপে সে চারটি ধাপ সম্পর্কেই আলোচনা হলো

নমিনাল জিডিপি (Nominal GDP)
নমিন্যাল জিডিপি বলতে বোঝায় একটি দেশে মোট কতটুকু জিনিসের উৎপাদন দরকার। কতটুকু উৎপন্ন হয়েছে। কতটুকু বিদেশ থেকে আমদানী করা হয়েছে। এখন হিসাব করে যোগ বিয়োগ করার পর যে ফলাফলটা পাওয়া যায় সেটাই নমিনাল জিডিপি। একটু আগে আমরা উপরে যে উদাহরনটা দেখালাম ( চাল ও গমের হিসাবে জিডিপি) এটাই নমিনাল জিডিপি।
রিয়াল জিডিপি (Real GDP)
একটি দেশে কোনো একটি বছরের জিডিপি এর হিসাব করা হলো। তখন ওই দেশের পূর্ববর্তী যে বছরগুলোতে জিডিপির হিসাব করা হয়েছে, সেখান থেকে সে আগের বছরের জিডিপির মান নেয়া হলো। এখন বর্তমান বছরের (যে বছরে সর্বশেষ জিডিপি এর হিসাব করা হয়েছে) জিডিপির হিসাবের সাথে সেই আগের বছরগুলোর জিডিপির হিসাব করা হলো। অর্থাৎ পূর্বের বছরের হিসাবগুলোর পরিপ্রেক্ষিতে হিসাব করা হলো। এটাকেই বলে রিয়াল জিডিপি।
গ্রোথ রেট জিডিপি (Growth Rate GDP)
গ্রোথ রেট বলতে এখানে হার হ্রাস বা বৃদ্ধিকেই বোঝানো হয়। মনে করি, কোনো একটি দেশে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত জিডিপির মান হিসাব করা হলো। ধরলাম জিডিপি মান পেয়েছি x। আবার, সেই একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জিডিপির মান হিসাব করে পাওয়া গেল y। এখন এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি প্রথম ছয় মাসের তুলনায় শেষ ছয় মাসে জিডিপির মান z% বৃদ্ধি পেয়েছে। এটাই গ্রোথ রেট জিডিপি।
জিডিপি পার ক্যাপিটা (GDP Per Capita)
এটা বাকি তিনটির থেকে খানিকটা ভিন্ন। এখানে একটি দেশের নাগরিকদের সকলের মাথাপিছু আয়ের উপর নির্ভর করে। তবে যদি কোনো দেশের নাগরিক দেশের বাহিরে থেকে থাকে তবে তার আয়ও এখানে গননা করা হয়। আর যারা দেশের ভেতরে থকেন, তাদের উপরেও এটা নির্ভরশীল। যদি কোনো দেশের নাগরিকেট আয় বৃদ্ধি পায় তবে জিডিপি পার ক্যাপিটাও বৃদ্ধি পাবে, আর যদি নাগরিকদের আয় কমে যায় তবে জিডিপি পার ক্যাপিটার মানও কমে যাবে।
জিডিপি হিসাব করার সূত্র
জিডিপি হিসাব করার জন্য নির্দিষ্ট সূত্রের প্রয়োজন হয়।
- জিডিপি = ব্যক্তিগত তথ্য + মোট ব্যাক্তিগত বিনিয়োগ + সরকারি ব্যয় + (রপ্তানি – আমদানি)
- এখানে, ব্যক্তিগত খরচ = C (Consumption)
- মোট ব্যাক্তিগত বিনিয়োগ = I (Investment)
- সরকারি বিনিয়োগ = G (Government Spending)
- রপ্তানি = X
- আমদানি = M
- তাহলে, সূত্র দাঁড়ায়, GDP = C + I + G + ( X – M )
আর সহজ ভাষায় বলতে গেলে-
- জিডিপি = ভোগ + বিনিয়োগ + সরকারি বিনিয়োগ + ( রপ্তানি – আমদানি )
অনেক সময় রপ্তানি ও আমদানির হিসাবকে NX হিসেবে আখ্যায়িত করা হয়।
এভাবেই সকল ক্ষেত্রে জিডিপির হিসাব করা হয়। জিডিপি প্রত্যকেটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ এর ুকরি অপরিহার্য অংশ। এর মাধ্যমে দেশের জীবনযাত্রার আয় ও ব্যায় এর উপর প্রভাব পড়ে। সাধারণত প্রতি এক বছরেই এর হিসাব করা হয়। কখনো কখনো একে স্থূল অভ্যন্তরীন উৎপাদন হিসাবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশের জিডিপি কত?
৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২)(সাময়িক)। মাথাপিছু আয় – ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২)(সাময়িক)। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২৫%(২০২১-২২)(সাময়িক)।
জিডিপি এর পূর্ণরূপ কি?
জিডিপি এর ইংরেজী সংক্ষিপ্ত নাম GDP । এর পূর্নরূপ- Gross Domestic Product। এর অর্থই মোট দেশজ উৎপাদন।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত?
২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।
পরিশেষে
অনেকেরই এই নিয়ে খটকা থাকে জিডিপি কিভাবে হিসাব করা হয়, বিশেষ করে নতুন কমার্সের স্টুডেন্টের। আজ এই লেখায় জিডিপির হিসাব সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের কাজে আসবে।